নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির ভ্রূকুটি, কেমন থাকবে আজকের আবহাওয়া?

Published:

weather today
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ সকালে ঝলসানো গরম আর বিকেল হতে না হতেই ঠান্ডা আবহাওয়া। গত কয়েকদিন ধরে এমনই আবহাওয়া বিরাজ করছে বাংলায়। ইতিমধ্যে উত্তুরে হাওয়ার দাপট কমে গিয়েছে। বাড়ছে অস্বস্তিকর গরম। এসবের মাঝেই আবার বাংলাজুড়ে আজ শনিবার থেকে বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর (Weather Today)। জানা গিয়েছে, বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, দক্ষিণ পূর্ব ও তৎসংলগ্ন দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে যা পরবর্তী পর্যায়ে শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এই নিম্নচাপের প্রভাবে ২৮ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সময় সীমার মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই চলুন জেনে নেওয়া যাক দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, শনিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার আবহাওয়া শুষ্কই থাকবে। তবে সামান্য বৃষ্টিতে ভিজতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলা। বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়াও।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়।

আগামীকালের আবহাওয়া

ছুটির দিনে আবহাওয়া কেমন থাকবে? এটা জানার জন্য মুখিয়ে থাকেন সকলে। এদিন দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আবার ২৮ অক্টোবর থেকে ভারী বর্ষণের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। এছাড়া স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি পেতে পারে উত্তর ২৪ পরগণা, হাওড়া, কলকাতা, হুগলী, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলা। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গের কথা বললে, শনিবার শুধু দার্জিলিং জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join