চতুর্থীর দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টি, আজকের আবহাওয়া

Published:

kolkata rain weather today
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ দুর্গাপুজোর আনন্দকে মাটি করতে ‘অসুর’ হয়ে দেখা দিয়েছে ভারী বৃষ্টি। গত কয়েকদিনের বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে বাংলার। সেইসঙ্গে গোঁদের ওপর বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে নিম্নচাপ। এই বছরে দুর্গাপুজো অন্যান্য বছরের তুলনায় অনেক আগে হওয়য় মৌসুমী অক্ষরেখা এখনো সক্রিয়। এখনো পর্যন্ত মৌসুমীর অক্ষরেখা পুরোপুরি ভাবে দুর্বল হয়ে যায়নি তার প্রভাবেই বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে পুজোর মধ্যেই বঙ্গপোসাগরে তৈরি হতে চলেছে ফের এক নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ওড়িশা এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সংলগ্ন এলাকায় নিম্নচাপ অঞ্চল এখনও রয়েছে। যার জেরে আজ বৃহস্পতিবার অর্থাৎ চতুর্থীর দিন থেকে আরও বেশি বৃষ্টি বাড়বে বলে খবর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

সাগরে ঘনীভূত হওয়া নিম্নচাপের জেরে আজ চতুর্থীর দিন থেকে আরও বৃষ্টি বাড়তে চলেছে বলে খবর। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন (Weather Today) অনুযায়ী, বৃহস্পতিবার স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলী, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায়। বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে বলে খবর।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক পুজোর মুখে উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে। হাওয়া অফিস জানিয়েছে, এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায়।

আগামীকালের আবহাওয়া

শুক্রবার আবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইবে। পঞ্চমীর দিন আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রাম, বাঁকুড়া , কলকাতা, হাওড়া, হুগলী, নদীয়া, পুরুলিয়া, উত্তর ২৪ পরগণা, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইবে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join