ফুঁসছে সমুদ্র, নিম্নচাপের জেরে পঞ্চমীতে ভারী বর্ষণের সম্ভাবনা দক্ষিণবঙ্গের ৩ জেলায়, আজকের আবহাওয়া

Published on:

weather today rain

সহেলি মিত্র, কলকাতাঃ আশঙ্কা সত্যি করে উত্তর-পশ্চিম ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের ওপর সুস্পষ্টভাবে তৈরি হল নিম্নচাপ অঞ্চল। ইতিমধ্যে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। জেলায় জেলায় জারি করা হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। এমনকি সতর্ক থাকতে বলা হয়েছে দুর্গাপুজো আয়োজকদেরও। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আজ শনিবার পঞ্চমীর দিন থেকে একদম ফুলদমে সকলের ঠাকুর দেখা শুরু হবে। কিন্তু সকলের সেই আনন্দে জল ঢালতে হাজির হতে পারে ভারী বর্ষণ। ইতিমধ্যে উত্তর-পশ্চিম এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল থেকে নিম্নচাপ তৈরি হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এরপর শনিবার তা দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। এর ফলে ওড়িশা ও অন্ধ্রে তুমুল দুর্যোগের সম্ভাবনা রয়েছে। ভিজবে বাংলাও।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather) প্রসঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, নিম্নচাপ অঞ্চলের প্রভাবে শনিবার দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। এছাড়া বাদবাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত চলবে।

আলিপুরের তরফে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার জন্য বিশেষ সর্তকতা জারি করা হয়েছে। সমুদ্র উপকূলীয় এলাকাগুলিতে তৈরি হওয়া দুর্গাপুজো প্যান্ডেল নিয়ে বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে পুজো
উদ্যোক্তাদের।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। বুলেটিন অনুযায়ী, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাতের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়া বাদবাকি জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি পরিমানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আগামীকালের আবহাওয়া

ষষ্ঠীর দিন অর্থাৎ রবিবার কেমন থাকবে সমগ্র বাংলার আবহাওয়া? দক্ষিণবঙ্গের কথা বললে এদিন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায়। দক্ষিণবঙ্গে আপাতত দশমী অবধি কখনো ভারী বৃষ্টি তো কখনো হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা প্রকাশ করেছে আলিপুর। উত্তরবঙ্গে প্রসঙ্গে এলে এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলায়।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥