সপ্তমীতেও দক্ষিণবঙ্গের ৪ জেলায় বৃষ্টির ভ্রূকুটি, আবহাওয়ার খবর

Published:

brishti weather today

সহেলি মিত্র, কলকাতাঃ বৃষ্টির ভ্রুকুটিকে সঙ্গী করেই সকলের দেদার চলছে প্যান্ডেল হপিং। চলমান দুর্গাপুজোকে ঘিরে আনন্দে মাতোয়ারা আট থেকে আশি সকলে। জানা গিয়েছে, বর্তমানে একটি নিম্নচাপ পশ্চিম বিদর্ভ, উত্তর মধ্য মহারাষ্ট্র, ছত্তিশগড় এবং উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশে রয়েছে। উত্তর এবং পার্শ্ববর্তী মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের অঞ্চল গঠনের সম্ভাবনা রয়েছে। এটি ১ অক্টোবর নাগাদ গঠিত হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ওড়িশা উপকূল দিয়ে স্থলভাবে ঢোকার পর আরও দুর্বল হয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি। এদিকে আজ মহা সপ্তমী। সোমবারও দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের বেশ কিছু জেলার আবহাওয়া মোটেও ভাল থাকবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather) প্রসঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, সোমবার সপ্তমীর দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগণা জেলায়। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইবে বলে খবর।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। সোমবার বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। বৃষ্টির পাশাপাশি দিন ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে।

আগামীকালের আবহাওয়া

অষ্টমীর দিন কেমন থাকবে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের আবহাওয়া সেটা জানতে ইচ্ছুক? জানিয়ে রাখি, এদিন বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগণা, মুর্শিদাবাদ, কলকাতা, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। ২ অক্টোবর থেকে আবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়। উত্তরবঙ্গের কথা বললে, এদিন মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলায়।

ফের ঘূর্ণাবর্তের ভ্রূকুটি

এখানেই শেষ নয়, একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত উত্তর আন্দামান সাগরে তৈরি হতে পারে আগামী ৩০ সেপ্টেম্বর। এই নিম্নচাপ অঞ্চলের প্রভাবে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছ ২ থেকে ৪ অক্টোবরের সময়সীমার মধ্যে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥