ওড়িশায় গভীর নিম্নচাপের জেরে দ্বাদশীতে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের ২ জেলায়, আজকের আবহাওয়া

Published:

weather today
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ সকাল সকাল কালো মেঘে ঢাকা আকাশ দেখেই ঘুম ভেঙেছে সকলের। শুধু তাই নয়, আজ শনিবার সারাদিনই বাংলার আবহাওয়া মোটেও ভালো থাকবে না। হবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। সৌজন্যে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আজ দ্বাদশীর দিন মূলত নিম্নচাপের (Nimnochap) ফলে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং আগামী কয়েক ঘন্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ও স্থান বিশেষে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ থেকে আবার বৃষ্টির পরিমাণ এক লাফে অনেকটাই বাড়বে উত্তরবঙ্গে। চলুন তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক সারাদিন বাংলার আবহাওয়ার হাল হকিকত কেমন থাকবে সে সম্পর্কে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, নিম্নচাপের প্রভাবে আজ শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ জেলায়। এছাড়া বাদবাকি জেলা যেমন কলকাতা, হাওড়া, হুগলী, নদীয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। শনিবার থেকে আবার অতি প্রবল বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে। এদিন অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। এছাড়া বাদবাকি জেলাগুলিতেও বৃষ্টি চলবে বলে খবর।

আগামীকালের আবহাওয়া

রবিবার ছুটির দিন কেমন থাকবে বাংলার আবহাওয়া? এই বিষয়ে হাওয়া অফিস জানিয়েছে, এদিন দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়া, হুগলী, নদীয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইবে। ছুটির দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়া ভারী বৃষ্টি চলবে বাকি জেলাগুলিতেও।

বিশেষ সতর্কতা জারি করা হয়েছে মৎস্যজীবীদের উদ্দেশ্যেও। আগামী কয়েক ঘণ্টায় বঙ্গোপসাগর, বাংলা এবং ওড়িশার উপকূলবর্তী এলাকায় উত্তাল থাকবে সমুদ্র সেইসঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ ৫৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। ফলে আপাতত সমুদ্রে না যাওয়ারই পরামর্শ দেওয়া হয়েছে মৎস্যজীবীদের।

 

 

 

 

 

 

 

 

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join