শ্বেতা মিত্র, কলকাতাঃ শীত কবে আসবে? এই প্রশ্ন এখন সকলের। সোমবার সকালের দিকে ঠাণ্ডা থাকলেও বেলার দিকে ফের পারদ উঠতে থাকে। এদিকে আজ মঙ্গলবারও সকাল সকাল বেশ খানিকটা পারদ পতন হয়েছে। সেইসঙ্গে রয়েছে মেঘলা আকাশ। ভরা ডিসেম্বরেও কেন এরকম পরিস্থিতি? স্বাভাবিককিভাবেই প্রশ্ন উঠছে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, নতুন সপ্তাহে পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীতের আগমন ব্যাহত হবে। যদিও আজ থেকে আগামী কয়েকদিন পর্যন্ত তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমতে পারে। তবে তার পরে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে ফের তাপমাত্রা বাড়তে পারে। যাইহোক, আজ বাড়ি থেকে বেরোনোর আগে জেনে নিন কেমন থাকবে আবহাওয়া সে সম্পর্কে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ দক্ষিণবঙ্গে কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। আবার কিছু জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। আজ দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, শুধু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এরপর ১৫ ডিসেম্বরের পর বাংলায় পূর্ণ শীত ঢোকার সম্ভাবনার পূর্বাভাস আবহাওয়া দফতরের। তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রি অবধি কমতে পারে বলে খবর। বজায় থাকবে কুয়াশা।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। নতুন সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য অঞ্চলে বৃষ্টি হতে পারে। আজ মঙ্গলবার পর্যন্ত উত্তর দিনাজপুর ও মালদায় হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে তাপমাত্রার পরিমাণ অনেকটাই কমেছে। আগামী ৫ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি কমতে পারে। দার্জিলিং জেলায় তুষারপাতের সম্ভাবনা।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ বুধবার কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। ঘন কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিন কুয়াশা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায়।