শ্বেতা মিত্র, কলকাতা: সাগরে ঘনাচ্ছে অতি শক্তিশালী নিম্নচাপ। ইতিমধ্যে এই নিম্নচাপের জেরে ব্যাপক বৃষ্টির দাপট দেখা দিতে শুরু করেছে বিভিন্ন জায়গায়। না তবে বাংলায় নয়, ব্যাপক বৃষ্টি হচ্ছে তামিলনাড়ু সহ বিভিন্ন জায়গায়। এদিকে এই নিম্নচাপের দাপট বাংলাতেও আজ শুক্রবার থেকে দেখা যাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মূলত দক্ষিণ বঙ্গোপসাগরে একটি অতি গভীর নিম্নচাপ রয়েছে। সেই কারণে রাতের তাপমাত্রা বেড়ে যাবে ও কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বলে খবর। সেইসঙ্গে বৃষ্টিও শুরু হবে বলে ইঙ্গিত দিয়েছে মৌসম ভবন। তাহলে চলুন জেনে নেওয়া যাক আজ সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, আজ ২৯ নভেম্বর দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে। এদিন বীরভূম, পশ্চিমবঙ্গ বর্ধমান ও মুর্শিদাবাদ জেলায় ঠান্ডার দাপট থাকবে। সেইসঙ্গে কুয়াশাও বজায় থাকবে। আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে। দার্জিলিং, মালদা ও উত্তর দিনাজপুর জেলায় ঠান্ডা থাকবে। কোথাও বৃষ্টি হবে না।
আগামীকালের আবহাওয়া
এবার এক নজরে জেনে নেওয়া যাক আগামীকালের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। শনিবার থেকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন অর্থাৎ ৩০ নভেম্বর থেকে বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। এরপর ১ ডিসেম্বর বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। তারপর ডিসেম্বর থেকে জেলায় জেলায় ঠান্ডার দাপট চলবে। আগামী ২ থেকে ৪ ডিসেম্বর দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া ফের শুষ্ক থাকবে।