ফের সক্রিয় ঘূর্ণাবর্ত, পশ্চিমী ঝঞ্ঝা! দক্ষিণবঙ্গে শীত নিয়ে খারাপ খবর, আগামীকালের আবহাওয়া

Published on:

south bengal weather winter

প্রীতি পোদ্দার, কলকাতা: ডিসেম্বরের শুরুতে ঠান্ডার দাপট তেমন না-থাকলেও মাসের শেষে এবার চমক দেবে শীত। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা এবং নিম্নচাপ এর জেরে রীতিমত শীতের সুখ ভুলতে বসেছে বঙ্গবাসী। কিন্তু এবার হয়তো সেই দুঃখ ঘুচতে চলেছে সকলের কারণ বছর শেষেই এবার আবহাওয়ার বড় বদল হতে চলেছে। অর্থাৎ নতুন বছর শুরু হবে কনকনে শীত নিয়ে। তবে এই পরিস্থিতি খুব সাময়িক।

WhatsApp Community Join Now

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতে। তবে এবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ফের ঢুকতে চলেছে বঙ্গে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ১-৬ জানুয়ারির মধ্যে জোড়া ঝঞ্ঝার ইঙ্গিত রয়েছে। জেতস্ট্রীম উইন্ড রয়েছে উত্তর পশ্চিম ভারতে। আর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায়। রাজস্থানে রয়েছে আরও একটি সক্রিয় ঘূর্ণাবর্ত। অর্থাৎ কনকনে শীতের আমেজ বেশিদিন স্থায়ী থাকবে না।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, চেনা শীতের দেখা মিলতে চলেছে রাজ্য জুড়ে। ৩-৪ ডিগ্রি পারদপতনের সম্ভাবনা রয়েছে। ১৪ ডিগ্রিতে নামতে পারে কলকাতার তাপমাত্রা। অন্যদিকে পশ্চিমাঞ্চলের জেলাগুলির তাপমাত্রা আরও নামতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। সেখানে ১০ ডিগ্রিতে নামতে পারে পশ্চিমাঞ্চলের পারদ। উত্তুরে হাওয়া বইবে। তাপমাত্রা স্বাভাবিকের কাছে ঘোরাফেরা করবে ৷ যদিও জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনা এই মুহূর্তে নেই। তবে সকালের দিকে কুয়াশার কারণে সমস্যা হতে পারে বেশ কিছু জেলায়। মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে ঘন কুয়াশা নিয়ে সতর্কতা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

বর্ষশেষের দিনে উত্তরবঙ্গে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলায়। কালিম্পং এ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোনো কোনো জেলায় আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে। তবে রাতে নামবে পারদ। উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি রয়েছে। বুধবার থেকে জাঁকিয়ে শীতের আমেজ পেতে পারে উত্তরবঙ্গ। পাশাপাশি মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে।

সঙ্গে থাকুন ➥
X