‘শক্তি’র পর ঘূর্ণিঝড় ‘মন্থা’! অক্টোবরের শেষেই দেখাবে দাপট, তছনছ হবে দক্ষিণবঙ্গ?

Published:

Cyclone Mantha
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: ঘূর্ণিঝড় ‘শক্তি’র পর এবার চিন্তা বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘মন্থা’ (Cyclone Mantha)। আবহাওয়া দপ্তর বলছে, অক্টোবরের শেষ নাগাদ বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা রয়েছে। এই ঝড়ের নাম দিয়েছে থাইল্যান্ড। তবে প্রশ্ন উঠছে, অক্টোবরের শেষ সপ্তাহে কি তাহলে আবারও উপকূলে দুর্যোগ নামতে চলেছে?

‘শক্তি’র পর ফিরছে ঘূর্ণিঝড় ‘মন্থা’

প্রসঙ্গত, গত সপ্তাহে আরবসাগরে মরসুমের প্রথম ঘূর্ণিঝড় ‘শক্তি’ তৈরি হয়েছিল। সেটা এই মরসুমের প্রথম সাইক্লোন ছিল। আর এখন ‘শক্তি’র পরবর্তী নাম হিসেবে তোড়জোড় শুরু হয়েছে ‘মন্থা’কে নিয়ে। আবহাওয়া দপ্তর বলছে, ২০ সেপ্টেম্বরের শেষ কিংবা ডিসেম্বরের প্রথম ভাগ পর্যন্ত সময়টা দক্ষিণ এশিয়ার সাইক্লোনের সিজন। আর এই সময় সাধারণত বঙ্গোপসাগর বা আরবসাগর থেকে ঘূর্ণিঝড় সক্রিয় হয়।

কবে তৈরি হতে পারে এই ঘূর্ণিঝড় মন্থা?

এখনও পর্যন্ত মৌসুম ভবনের রিপোর্ট অনুযায়ী, ২৭ অক্টোবর থেকে ৪ নভেম্বরের মধ্যে উত্তর-মধ্য বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। ঠিক যখন বর্ষা বিদায় নিচ্ছে আর শীত বঙ্গে ঢোকার মাঝেই এই ঘূর্ণিঝড়ের সূত্রপাত। অর্থাৎ, অক্টোবরের শেষ সপ্তাহে আবারও ভারী ঘূর্ণিঝড়ের ইঙ্গিত স্পষ্ট, তা বলার অপেক্ষা রাখে না।

প্রসঙ্গত, চলতি বছরের জুন মাসে ‘শক্তি’ এবং ‘মন্থা’ দুটি নাম নিয়ে চর্চা শুরু হয়েছিল। তবে তখন তা গভীর নিম্নচাপে পরিণত হলেও সম্পূর্ণ ঘূর্ণিঝড়ে রূপ নেয়নি। আর এর ফলে দুটি ঘূর্ণিঝড়কে তালিকায় ব্যবহার করা হয়নি। অবশেষে সেপ্টেম্বর মাসের শেষ নাগাদ আরবসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘শক্তি’। আর এরপরের সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘মন্থা’।

আরও পড়ুনঃ ২৫০০ টাকা বাড়ল সোনার দাম, রুপোর বাজারও ঊর্ধ্বগতি! আজকের রেট

এদিকে অক্টোবর থেকে ডিসেম্বরের শুরু পর্যন্ত সময়টি মূলত দক্ষিণবঙ্গের ঘূর্ণিঝড়ের মরসুম। আর তখন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হাওয়া বদল হতে শুরু করবে। ডিসেম্বর মানেই শীত তখন রাজ্য জুড়ে পুরোপুরি দখল নেবে। এখন দেখার, এই ‘মন্থা’ উপকূলে আঘাত হানে, নাকি গভীর সমুদ্রে দুর্বল হয়ে পড়ে। সবার নজর থাকবে আবহাওয়া দপ্তরের রিপোর্টের দিকে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join