প্রীতি পোদ্দার, কলকাতা: আশ্বিন মাস শেষ হওয়ার আগেই গোটা রাজ্যজুড়ে সকালের দিকে বেশ কিছু এলাকায় হালকা কুয়াশাভাব তৈরি হয়েছে। শুধু ভোর নয় রাতের দিকেও শিশির পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এদিকে আগামী সোমবার কালীপুজো। আশা করা যাচ্ছে ওই সময়ে কিঞ্চিৎ ঠান্ডা অনুভূত হতে পারে বেশ কিছু জেলায়। অনুমান করা হচ্ছে, কালীপুজো মিটে যেতে না যেতেই হয়তো বাংলায় পুরোদমে শীত পড়তে শুরু করবে। এমতাবস্থায় ফের বৃষ্টির (Weather Update) বাণী দিল আলিপুর আবহাওয়া দপ্তর
বঙ্গ থেকে বর্ষা বিদায় নিলেও ফের বৃষ্টি নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস। জানা গিয়েছে, এই সপ্তাহান্তেই রাজ্যের বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর সংলগ্ন উপকূলীয় অঞ্চলে বৃষ্টির প্রভাব বেশি পড়বে। দক্ষিণ-পশ্চিম দিকের আর্দ্র বায়ু যখন উত্তর দিকের ঠান্ডা হাওয়ার সঙ্গে মিশবে, তখনই এই আবহাওয়ার পরিবর্তন ঘটবে। এর ফলেই মেঘলা আকাশ, বৃষ্টি ও বজ্রপাত দেখা দিতে পারে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শুক্রবার রাজ্যে কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। তবে উত্তর ভারত থেকে আসা শুষ্ক অপেক্ষাকৃত শীতল হাওয়ার সঙ্গে দক্ষিণ অর্থাৎ বঙ্গোপসাগরের দিক থেকে আসা উষ্ণ এবং জলীয় বাষ্পপূর্ণ হওয়ার সংঘাতে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। যার দরুন আগামী শনি এবং রবিবার দক্ষিণের ৩ জেলা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। অতিরিক্ত বজ্রপাতের আশঙ্কা থাকবে। উপকূলে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইবে।
আরও পড়ুন: “বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে সবচেয়ে বেশি খুন, ধর্ষণ বাংলায়!” বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গে ও আগামীকাল অর্থাৎ শুক্রবার পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে সম্পূর্ণ। আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। যদিও দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না, তবে সকাল ও রাতের দিকে হালকা ঠান্ডা অনুভব করা যাবে। এছাড়াও বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার ফলে উত্তরের ৩ জেলায় অর্থাৎ দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনি ও রবিবার। তবে কোথাও ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই।