পারদ পতনে বাড়ছে কুয়াশার দাপট! কবে থেকে পাকাপাকি ভাবে শীত? আগামীকালের আবহাওয়া

Published:

Weather Update
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: কার্তিক মাস প্রায় শেষ লগ্নে এদিকে মাঝ নভেম্বর শুরু হলেও এখনও প্রবল শীতের (Weather Update) দেখা নেই। তবে বিগত কয়েকদিন ধরে রাজ্যের শহর থেকে জেলায় ক্রমশ নামছে পারদ। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের কলকাতা-সহ একাধিক জেলার তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে এসেছে। অন্যদিকে উত্তরবঙ্গেও ঠান্ডার দাপট ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। সব মিলিয়ে রাজ্যজুড়ে শীতের আগমনের ইঙ্গিত স্পষ্ট। তবে সকলের মনে একটাই প্রশ্ন কবে থেকে প্রবল শীতের দাপট বাড়বে।

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে এইমুহুর্তে দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার প্রভাবে দক্ষিণবঙ্গের কিছু‌ জেলায় আংশিক মেঘলা আকাশ দেখা গিয়েছে। তবে মেঘের উপস্থিতি বজায় থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। এদিকে রাজধানী দিল্লিতেও স্বাভাবিকের নীচে তাপমাত্রা রয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও ঝাড়খণ্ডে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। ইতিমধ্যেই পশ্চিমাঞ্চলীয় জেলাগুলিতে পারদ ১৭ ডিগ্রির নিচে নামতে শুরু করেছে। সেক্ষেত্রে কলকাতাও পিছিয়ে নেই। চলতি সপ্তাহেই ১৮ ডিগ্রির দোরগোড়ায় পৌঁছানোর সম্ভাবনা। আকাশ পরিষ্কারই থাকার কথা। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৯ ডিগ্রি হতে পারে এবং সর্বনিম্ন ১৮ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। সকালে খানিকটা ঠান্ডার আমেজ মিললেও এখনও জাঁকিয়ে শীত পড়ার অপেক্ষা করতে হবে সকলকে।

আরও পড়ুন: ‘SIR স্টে হওয়া উচিৎ, এখনও অনেক মানুষ …’ উত্তরবঙ্গ থেকে শাহকে ভর্ৎসনা মমতার

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গেও বেশ ঠাণ্ডা পড়েছে। কুয়াশায় মুড়ে রয়েছে উত্তরে বিভিন্ন জেলা। ভোর এবং রাতের দিকে শীতলতা সেখানকার জেলাগুলিতে ভাল শীতের উপস্থিতি চোখে পড়ছে। যদিও আপাতত উত্তরেও আবহাওয়া শুকনোই থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি সব জেলাতেই কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। তবে আপাতত পাঁচ দিন সর্বনিম্ন তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন হবে না বললেই চলে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join