শ্বেতা মিত্র, কলকাতা: যত সময় করছে ততই বাংলাজুড়ে শীতের বদলে ঘন কুয়াশা দাপট চোখে পড়ছে। ঘন কুয়াশায় কলকাতা সহসহ বাংলার একের পর এক জেলা কার্যত ঢেকে গিয়েছে আজ রবিবার ছুটির দিনে সকাল থেকেও কুয়াশায় ঢেকে রয়েছে চারিদিক। সেইসঙ্গে গায়ে ছুঁচ ফোটানোর মতো ঠান্ডা তো রয়েইছেই। যদিও একটাই স্বস্তির খবর এসে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ রবিবারের পর থেকেই বাংলার আবহাওয়ার পরিস্থিতি শুধরে যাবে। ঘন কুয়াশার বদলে নতুন করে তীব্র ঠান্ডা দাপিয়ে বেড়াবে বাংলা জুড়ে। ফলে আপনারা যদি ইতিমধ্যে গরম জামা আলমারিতে তুলে রাখার পরিকল্পনা হয়ে থাকে তাহলে সেই পরিকল্পনা এখনই বাতিল করুন। যাইহোক জেনে নিন আজ সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই জেনে নেওয়া যাক রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। এদিন পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা লক্ষ্য করা গিয়েছে। কলকাতা তো রয়েইছেই। আজ কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে
তবে চিন্তা নেই, আগামীকাল অর্থাৎ সোমবার থেকে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে কুয়াশার প্রকোপ আর থাকবে না। যার ফলে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা আবার দু-তিন দিনের জন্য কমতে শুরু করবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে ঠান্ডা ও কুয়াশা বিরাজ করবে। বিশেষ করে মালদা, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় কোথাও কোথাও মাঝে মাঝারি থেকে ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ সোমবার দুই বাংলার আবহাওয়া কেমন থাকবে জানতে ইচ্ছুক? হাওয়া অফিস জানাচ্ছে, উত্তরবঙ্গের মালদা দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলোতে ঘন কুয়াশা থাকবে। এছাড়া অন্যান্য জেলাগুলিতে যেমন বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হালকা কুয়াশা থাকা সম্ভাবনা রয়েছে।