প্রীতি পোদ্দার, কলকাতা: চলতি বছরের শীতের মরশুমে একেবারেই অখুশি শীত প্রেমীরা। পরপর পশ্চিমী ঝঞ্ঝার কোপে শীতের আমেজ একদম নিম্নমুখী। তার প্রমাণ হল রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গত কয়েকদিনে প্রায় আড়াই ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়েছে। এইরকম ভরা মাঘে এখনও পর্যন্ত শীতের জমাটি মেজাজ টের পাওয়া যায়নি। এমনকি আবহাওয়াবিদরা মনে করছেন সরস্বতী পুজোর পর থেকে শীতের বিদায়ঘণ্টা বেজে যাবে। ধীরে ধীরে চড়তে শুরু করবে পারদ। তখন পাকাপাকি ভাবে বিদায় নেবে শীত
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও তাপমাত্রা খানিক বাড়বে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। আর এই উষ্ণ আবহাওয়া বজায় থাকবে আগামী মঙ্গলবার পর্যন্ত। তবে রবিবার অর্থাৎ ২৬ জানুয়ারির রাত থেকে নতুন করে তাপমাত্রা নামতে শুরু করবে। জমাটি শীত টের পাওয়া যাবে তারপরের কয়েক দিন পর্যন্ত।
অন্যদিকে আগামীকাল কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার একটি বা দুটি অংশে ঘন কুয়াশা থাকবে। তাই ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী রবিবার পর্যন্ত এমন আবহাওয়া থাকবে। তবে সোমবার এবং মঙ্গলবার দার্জিলিং এবং কালিম্পঙের একটি বা দুটি অংশে তুষারপাত বা বৃষ্টিপাত হতে পারে। তবে বেশি বৃষ্টির সম্ভাবনা নেই। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী শনিবার পর্যন্ত তাপমাত্রা বাড়তে থাকবে। ২৬ জানুয়ারির পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ফের তাপমাত্রা কমবে।
আরও পড়ুনঃ দ্বিগুণ হবে বেতন! অষ্টম পে কমিশন চালু হলে কত ঢুকবে অ্যাকাউন্টে? দেখুন হিসেব
তবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার একটি বা দুটি অংশে ঘন কুয়াশা পড়বে। তাই ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এতটাই কুয়াশার চাদরে ঢাকা থাকবে যে দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যাবে। অন্যদিকে কালিম্পং এবং আলিপুরদুয়ারের একটি বা দুটি জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।