ঘূর্ণিঝড়, নিম্নচাপ কাটিয়ে ঠাণ্ডা, দক্ষিণবঙ্গে শীত প্রবেশের দিনক্ষণ জানাল আবহাওয়া দফতর

Published on:

winter in south bengal

শ্বেতা মিত্র, কলকাতাঃ টানা নিম্নচাপ, ঘূর্ণিঝড় ওই ঘূর্ণাবর্ত থেকে এবার খানিকটা স্বস্তি পেতে চলেছেন বাংলার মানুষ। কারণ এবার আসছে সেই মনোরম সময় যেটার জন্য বহু মানুষ সারাবছর অপেক্ষা করে থাকেন। আসছে শীতের মরসুম। ইতিমধ্যে সমগ্র দেশ তথা বাংলার আকাশ বাতাস যেন জানান দিচ্ছে শীত আসন্ন। বাংলার বাতাসে হিমের পরশ ধীরে ধীরে লাগতে শুরু করেছে বলে ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।

দু’দিন আগেই ওড়িশা উপকূলে বিধ্বংসী রূপ ধারণ করে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় ডানা যার ফলে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে। এই ঘূর্ণিঝড়ে প্রভাব পড়েছিল বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও। ঘূর্ণিঝড়ের প্রভাবে অনেকের ঘরবাড়ি উড়ে গিয়েছে। ফলে সব হারিয়ে সর্বশান্ত বহু মানুষ। তবে অবশেষে স্বস্তির খবর শোনালো আলিপুর হাওয়া অফিস। বর্তমানে ঘূর্ণিঝড় ডানা কোথায় রয়েছে তা এবার জানা গেল।

কোথায় রয়েছে ঘূর্ণিঝড় ডানা?

আপনিও কি জানতে ইচ্ছুক যে বর্তমানে ঘূর্ণিঝড় ডানা কোথায় রয়েছে? বাংলায় কবে শীতের আগমন ঘটবে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর। আলিপুর মৌসুম ভবন জানাচ্ছে, ঘূর্ণিঝড় ডানা শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। উত্তর ওড়িশা থেকে নিম্নচাপ আরও শক্তি হারিয়ে ছত্তীসগঢ় মধ্যপ্রদেশের দিকে এগোবে। আজ থেকে আবার বাংলার জেলাগুলিতে আবহাওয়ার উন্নতি হতে শুরু করবে। সেই সঙ্গে আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রাও বেশ খানিকটা কমতে শুরু করবে বলে আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।

আজ কলকাতা শহরসহ বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা একপ্রকার নেই বললেই চলে। নতুন সপ্তাহে শহর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাপমাত্রা বেশ খানিকটা কমতে শুরু করবে। অন্যদিকে পাহাড়ি জেলা অর্থাৎ দার্জিলিং এবং কালিম্পং এ খুব কম পরিমাণে বৃষ্টি হবে বলে খবর। আপাতত আকাশ পরিষ্কারই থাকবে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

ক্রমশ শুষ্ক হবে আবহাওয়া

শহর কলকাতা ইতিমধ্যেই তাপমাত্রা বেশ খানিকটা পতন দেখা গিয়েছে। জানা গিয়েছে, রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি। গতকাল, শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি।  হাওয়া অফিস সূত্রে জানা গেছে,  আগামী কয়েকদিনের মধ্যে ক্রমশ আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে।

আগামী ৩১ শে অক্টোবরের পর থেকে ধীরে ধীরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে শীতের আমেজ প্রবেশ করবে। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল জেলাগুলিতে আগামী ১ নভেম্বর থেকে ধীরে ধীরে শীতের আমেজ অনুভূতি হবে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২০ ডিগ্রি কাছাকাছি চলে আসবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥