সহেলি মিত্র, কলকাতাঃ বর্ষা অতীত, এবার গুটিগুটি পায়ে শীতকে (Winter Update) স্বাগত জানানোর পালা। বিভিন্ন হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, উত্তর, মধ্য এবং পশ্চিম ভারত জুড়ে দ্রুত গতিতে মৌসুমি বায়ু বিদায় নিচ্ছেl বিশেষ করে আজ শনিবার মৌসুমি বায়ু প্রত্যাহার লাইন দক্ষিণবঙ্গের প্রায় অর্ধেক এলাকা পেরিয়ে গেছে। এহেন পরিস্থিতিতে এখন সবথেকে বড় প্রশ্ন, বাংলা তথা সমগ্র দেশে কবে থেকে পাকাপাকিভাবে শীত পড়বে? চলুন জেনে নেবেন।
শীত কবে পড়বে?
উত্তর ভারত থেকে বর্ষা মৌসুম বিদায় নেওয়ার সাথে সাথে শীতের আগমন শুরু হয়েছে। অনেক রাজ্য বৃষ্টি থেকে স্বস্তি পেয়েছে। এদিকে, দিনের বেলায় এখন উজ্জ্বল রোদ দেখা যাচ্ছে, সকাল এবং সন্ধ্যায় হালকা হালকা ঠান্ডা ভাব। এখন রোদও যেন গায়ে মিষ্টি লাগতে শুরু করেছে তবে, দক্ষিণ ভারতের অনেক জায়গায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তবে ঠান্ডা যে খুব শীঘ্রই পড়বে সেটারও আভাস মিলতে শুরু করেছে ধীরে ধীরে। প্রশ্ন উঠছে, বাংলায় কবে শীত পড়বে?
কবে শীত পড়বে বাংলায়?
জানা গিয়েছে, উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। তারপর ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয়ে যাবে। মঙ্গলবার থেকেই শুষ্ক আবহাওয়া শুরু হতে পারে। পশ্চিমের জেলাগুলিতে সোমবার থেকেই বর্ষা বিদায় নিয়ে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে শুরু করবে। তবে বঙ্গে এবার শীত কবে নাগাদ পাড়ি জমাতে পারে সেই ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানায়নি আবহাওয়া অফিস। যদিও কিছু কিছু আবহাওয়া বিজ্ঞানী বলছেন, নভেম্বর থেকে ভালো মতো ঠান্ডা পেতে শুরু করবেন বাংলার মানুষ।
বহু রাজ্যে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি
মৌসুমি বৃষ্টিপাতের তাণ্ডবের পর, এখন পাহাড়ি রাজ্যগুলিতে তুষারপাত শুরু হয়েছে। জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের অনেক জায়গায় তুষারপাত হয়েছে। বিশেষ করে কেদারনাথে গত কয়েকদিন ধরে বৃষ্টি এবং তুষারপাতের একটানা চক্র চলছে। এর ফলে পাহাড়ি রাজ্যগুলিতে হঠাৎ করেই ঠান্ডা অনুভূত হয়েছে, তাপমাত্রা প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।
আইএমডির সর্বশেষ আপডেট অনুসারে, ১৩ অক্টোবর পর্যন্ত দিল্লি-এনসিআর-এ পরিষ্কার আবহাওয়া থাকবে বলে আশা করা হচ্ছে। পাহাড়ে তুষারপাত দিল্লি এবং আশেপাশের এলাকায় প্রভাব ফেলছে। দিল্লি-এনসিআর-এ তাপমাত্রা ১৮-২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।