দাপট বাড়বে কুয়াশার, আর দেরি নেই দক্ষিণবঙ্গে শীতের আগমনের, আজকের আবহাওয়া

Published:

winter weather today
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ শীত শীত আমেজের মধ্যেই ফের বৃষ্টি শুরু হয়েছে বেশ কিছু জায়গায়। আজ শনিবার বেশ কিছু জায়গায় সামান্য থেকে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। এদিকে পূর্ব-মধ্য ও সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের ওপর যে উচ্চস্তরের ঘূর্ণাবর্তটি ১.৫ থেকে ৩.১ কিমি উচ্চতা অবধি বিস্তৃত ছিল তা এখনও বিদ্যমান রয়েছে। যদিও এর প্রভাব খুব একটা বাংলায় পড়বে না বলেই খবর।

আরও জানানো হয়েছে, আজ ৮ থেকে ১৭ই নভেম্বর ২০২৫ পর্যন্ত দশদিন সময়সীমার মধ্যে বঙ্গোপসাগরে উল্লেখযোগ্য শক্তিশালী নিম্নচাপের সম্ভাবনা নেই আর সিস্টেম পশ্চিমবঙ্গে আসার সম্ভাবনা নেই। বেশিরভাগ সময় রৌদ্রজ্জ্বল, ঠান্ডা ও বৃষ্টিহীন আবহাওয়া থাকবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই জেনে নেওয়া যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন কলকাতা সহ কিছু জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। তবে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের মতো উপকূলীয় জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে আকাশ মেঘলা থাকবে, আর্দ্রতা সামান্য বৃদ্ধি পাবে, তবে তাপমাত্রা স্বাভাবিকের থেকে কমই থাকবে বলে খবর।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। আইএমডি কলকাতা জানিয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দিনগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। উত্তরবঙ্গের এক বা দসুই জায়গায় অত্যি হ হালকা থেকে মাঝারেই পরিমাণে বৃষ্টিপাত হতে পারে।

আগামীকালের আবহাওয়া

নিশ্চয়ই ভাবছেন আগামীকাল রবিবার কেমন থাকবে সমগ্র বাংলার আবহাওয়া? তাহলে জানিয়ে রাখি, আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে আগামী দু দিনের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় সকালবেলা এক বা দুই জায়গায় হালকা থেকে মাঝারি পরিমানে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আগামী তিন দিনের মধ্যে বাংলার জেলাগুলিতে রাতের তাপমাত্রা প্রায় তিন থেকে চার ডিগ্রী অবধি কমতে পারে। তার পরবর্তী দিনে তাপমাত্রায় কোনও বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। এদিকে দক্ষিণবঙ্গেও ঠান্ডা অনুভূতি থাকবে। সেইসঙ্গে দাপট থাকবে কুয়াশার।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join