শীতের মাঝেই উলটপুরাণ, বাড়বে তাপমাত্রা, সাথে বৃষ্টির সম্ভাবনা! আজকের আবহাওয়া

Published on:

chances of rain with rise in tempareture weather foreacast

শ্বেতা মিত্র, কলকাতাঃ সবই ঠিকঠাক চলছিল, কিন্তু আচমকাই বাংলায় শীতের পথ রুখে দিল নাছোড়বান্দা নিম্নচাপ। উত্তর-পশ্চিম ভারত থেকে অবাধে ঢুকে আসা ঠান্ডা এবং শুকনো বাতাসে পথ নতুন করে রুখে দিল বঙ্গোপসাগর। আসলে সমুদ্রে দক্ষিণ পূর্ব প্রান্তে তৈরি নিম্নচাপে ফের বাধা হয়ে দাঁড়িয়েছে উত্তর হাওয়ার বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Department)। যার প্রভাবের সামনের কয়েকদিন দক্ষিণবঙ্গের সব জেলার রাতের তাপমাত্রা এক ধাক্কায় কয়েক ডিগ্রি বেড়ে যাবে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। আজ মঙ্গলবার সকাল থেকেই বাংলার তাপমাত্রা বেশ খানিকটা ঊর্ধ্বমুখী। ঠান্ডা থাকলো তা যেন গায়ে খুব একটা লাগছে না। যাই হোক আজ সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আজ দক্ষিণবঙ্গের বহু জেলায় ঠাণ্ডা, সেইসঙ্গে কুয়াশার দাপট থাকবে বলে বুলেটিন জারি করে জানিয়েছে হাওয়া অফিস। আজকে আসার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায়।

উত্তরবঙ্গের আবহাওয়া

দক্ষিণ বঙ্গ তো গেল এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সেই সম্পর্কে। আজ ঠান্ডা দাপট চলবে মূলত দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায়। এ ছাড়া ঘন কুয়াশা চলবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আগামীকালের আবহাওয়া

শুক্রবার ঠাণ্ডা থাকবে সেইসঙ্গে কুয়াশার দাপট বিরাট করবে যে জেলাগুলিতে সেগুলি হল উত্তর ও দক্ষিণ ২৪  পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ৷ আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের সব জেলায় দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যেতে পারে। বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পঙ-এও।

বৃষ্টির সম্ভাবনা

শুধু তাই নয়, সপ্তাহের শেষ দিকে দক্ষিণবঙ্গের কলকাতা শহর সহ ৯টি জেলায় হালকা বেশি সম্ভাবনাও রয়েছে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান এ। তবে চিন্তা নেই। বড়দিনের আবহাওয়া নতুন করে পারদ পতনের আশা করা হচ্ছে আলিপুর হাওয়া অফিসের তরফে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group