Indiahood-nabobarsho

দক্ষিণবঙ্গের ৬ জেলায় অনেকটাই নামবে তাপমাত্রা, ফের ভোল বদলাবে আবহাওয়া

Published on:

south bengal weather

শ্বেতা মিত্র, কলকাতাঃ বিগত কয়েকদিন ধরেই গোটা রাজ্যে শীত অনুভূত হচ্ছে। যদিও নাছোড়বান্দা একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীত বাংলায় আসতে বাধা পাচ্ছে। এদিকে সংক্রান্তি গেলেও ঠান্ডা কিছুটা হলেও অনুভূত হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ বৃহস্পতিবার ও আগামী কয়েকদিন সকালের দিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশা থাকবে। হাওয়া অফিসের মতে, পশ্চিমী ঝঞ্ঝা শীতের আগমনকে বাধাগ্রস্ত করছে। এর কারণে উত্তুরে হাওয়ার গতিপথ ব্যাহত হচ্ছে। এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা। যাইহোক, আজ সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে জেনে নিন এক নজরে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

দক্ষিণবঙ্গের আবহাওয়া

হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে, আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের অনুভূতি থাকবে। সেইসঙ্গে ঘন কুয়াশার দাপটও থাকবে। কলকাতাতেও শীত এসে গেছে। আগামী ২৪ ঘণ্টায় মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গ বিদ্যুৎ ভবনে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, মিলবে মোটা বেতন

বলা হচ্ছে, এদিন মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় কুয়াশার প্রভাব বেশি থাকবে। প্রশ্ন উঠছে, হাড় কাঁপানো শীত কী আর আসবে না? বলা হচ্ছে, আগামী দিনে কিছুটা ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি অঞ্চলেও শীত বৃদ্ধি পাবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। আজ বৃহস্পতিবার উত্তরের বেশ কিছু জেলায় ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলি হল দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর।

আগামীকালের আবহাওয়া

এক নজরে জেনে নিন আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার বাংলার তাপমাত্রা কেমন থাকবে সে সম্পর্কে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদহ, উত্তর দিনাজপুর জেলায় ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা নেমে আসবে ২০০ থেকে ৫০ মিটারের মধ্যে। এছাড়াও মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় কুয়াশার প্রভাব বেশি থাকবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group