জানুয়ারিতেই নতুন স্কুলড্রেস, বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের

Published on:

west bengal government will give new school uniforms to 1.15 cr students soon

পার্থ সারথি মান্না, কলকাতাঃ বর্তমানে সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একাধিক সুবিধা প্রদান করা হয় থাকে। পড়াশোনার জন্য বই দেওয়ার পাশাপাশি, মিড ডে মিল, স্কুলের ইউনিফর্মও দেওয়া হয়। তবে এবছর সেই নিয়মে কিছুটা বদল আসতে চলেছে। এমনটাই জানালেন চিফ সেক্রেটারি মনোজ পন্ত।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

স্কুলের ছাত্রছাত্রীদের ইউনিফর্ম দেবে সরকার

জানা যাচ্ছে, সম্প্রতি স্কুল শিক্ষা দফতর, স্বনির্ভর গোষ্ঠী ও ক্ষুদ্র শিল্প সংস্থা বা MSME এই তিন সংস্থার সাথে বৈঠকে বসেছিলেন চিফ সেক্রেটারি। সেখানেই স্কুলের ইউনিফর্ম প্রদান করার প্রসঙ্গ ওঠে। প্রতিবছর প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের জন্য স্কুলের তরফ থেকে ইউনিফর্ম প্রদান করা হয়। জানলে অবাক হবেন এই সংখ্যাটা প্রায় ১.১৫ কোটিরও বেশি।

ইউনিফর্ম বিলির সমস্যা

বছরে একজন ছাত্র বা ছাত্রীর জন্য দুটি ইউনিফর্ম বরাদ্দ করা হয়ে থাকে। তবে এক উচ্চপদস্ত সরকারি আধিকারিকের মতে, মার্চ থেকে এপ্রিল মাস নাগাদ প্রথম সেট স্কুলে পৌঁছায়। অথচ দ্বিতীয় সেট ডিসেম্বরের মধ্যে পৌঁছানোর কথা থাকলেও সেটা বহু স্কুলে এখনও পৌঁছায়নি। তাই রাজ্য প্রশাসনের তরফ থেকে আগামী বছরের স্কুলের পোশাক দেওয়ার সময়সূচি পাল্টানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বৈঠকের পর সিদ্ধান্ত

গত সপ্তাহেই এই বিষয়ে রাজ্যের মুখ্য সচিব প্রভাত মিশ্র, শিক্ষা সচিব বিনোদ কুমার ও শীর্য কর্তাদের সাথে বৈঠক হয়েছিল। সেখানেই MSME বিভাগের এক সিনিয়ার আধিকারিক জানান ‘অতীতে পশ্চিমবঙ্গ সরকার ইউনিফর্মের জন্য গুজরাট ও অন্য রাজ্যের উপর নির্ভরশীল থাকত। কিন্তু এখন আর তেমনটা নেই, বর্তমানে রাজ্যেই সমস্তটা তৈরী হয়’।

একইসাথে তিনি আরও জানান, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজির তরফ থেকে ইতিমধ্যেই স্কুল ড্রেসের নকশা চূড়ান্ত করা হয়ে গিয়েছে। এছাড়া MSME বিভাগ চলতি সপ্তাহ থেকেই কাপড় বিলি করে প্রোডাকশন চালু করেছে। আশা করা হচ্ছে প্রথম সেটের ইউনিফর্ম জানুয়ারি মাসের মধ্যেই তৈরী হয়ে যাবে। তাছাড়া মুখ্য সচিব নভেম্বর মাসের মধ্যেই বাকি থাকা পোশাক বিতরণের জন্য নির্দেশ জারি করেছেন’।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group