চারধাম যাত্রায় বেড়িয়ে হুগলীতে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১, আহত অন্তত ৩০

Published:

Hooghly Bus Accident
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: সাত-সকালে ফের মর্মান্তিক দুর্ঘটনা! চারধামের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এক যাত্রী বোঝাই বাস। ভোরের অন্ধকারেই হঠাৎ করে সেই যাত্রা থেমে যায় দুর্ঘটনার ঝটকায়। হুগলির গুড়াপে ঘটল ভয়াবহ এক্সিডেন্ট (Hooghly Bus Accident)। উত্তরপ্রদেশ থেকে দেওঘর হয়ে গঙ্গাসাগরে যাওয়ার পথেই ১৯ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে ওই যাত্রী বোঝাই বাস। আর এতে এক যাত্রীর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে অন্তত ৩০ জন পুণ্যার্থী।

কীভাবে ঘটল এই দুর্ঘটনা?

স্থানীয় রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, মঙ্গলবার ভোরবেলা গুড়াপের বশিপুর এলাকায় দাঁড়িয়ে থাকা এক লরির পিছনে সজরে ধাক্কা মারে ওই যাত্রী বোঝাই বাস। সংঘর্ষ এতটাই প্রবল হয়েছিল যে, ধাক্কার পর বাসটি লরিটিকে ধাক্কা দিয়ে কিছু দূর নিয়ে যায়। এমনকি বাসের সামনের অংশ পুরো দুমড়ে মুচড়ে ভেঙে যায়।

জানা গিয়েছে, বাসটিতে মোট ৫৬ জন যাত্রী ছিলেন। তাঁদের বেশিরভাগ আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। আর সেখানে একজন যাত্রীর মৃত্যু হয়। কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর স্থানীয় কমিউনিটি হলে রেখে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ অশালীন আচরণ শিক্ষকের! বাগদার স্কুলের অ্যাসিস্টেন্ট হেড স্যারকে ধরে পেটাল ছাত্রীরা

প্রাথমিক তদন্ত অনুযায়ী পুলিশ অনুমান করছে, দুর্ঘটনার কারণ চালকের ঘুম। কারণ রাতভর যাত্রার কারণে ক্লান্তি হয়তো তাঁকে অচেতনভাবেই ঢলিয়ে দিয়েছিল। আর সে কারণেই অসাবধানতার বসে এই ভয়াবহ এক্সিডেন্ট। ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ বাহিনী সেখানে ছুটে যায়। দুর্ঘটনাগ্রস্থ যাত্রীদের হাসপাতালে পাঠানোর পাশাপাশি বাকিদের বিকল্প বাসের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join