সরছে বিটি রোডের পাইপ! ব্যারাকপুর-বরানগর মেট্রো রুটে তৈরি হবে ১০টি স্টেশন, কোথায় কোথায়?

Updated on:

Barrackpore-Baranagar Metro

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ব্যারাকপুর থেকে বরানগর পর্যন্ত মেট্রোরেল (Barrackpore-Baranagar Metro) সম্প্রসারণে হাত লাগালো মেট্রো কর্তৃপক্ষ! ব্যারাকপুরবাসীর ভোটে জয়যুক্ত হয়ে ব্যারাকপুর থেকে কল্যাণী পর্যন্ত মেট্রো রেল চালু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। সেই প্রতিশ্রুতি মেনেই রেলমন্ত্রীর কাছে চিঠি পৌঁছতেই মেট্রো রেল সম্প্রসারণের কাজ শুরু হয়ে গিয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সূত্রের খবর, ব্যারাকপুর পর্যন্ত মেট্রো লাইন সম্প্রসারণের কাজ ডানলপ মোড় পর্যন্ত এসে পৌঁছেছে। শোনা যাচ্ছে, এবার সেই ডানলপ থেকে বিটি রোড হয়ে সোজা ব্যারাকপুরের চিড়িয়া মোড় পর্যন্ত মেট্রোর লাইন সম্প্রসারণের উদ্যোগী হয়েছে কর্তৃপক্ষ। খুব শীঘ্রই শুরু হবে কাজ।

বরানগর-ব্যারাকপুর রুটে তৈরি হবে 10টি স্টেশন

মেট্রো রেলের একটি সূত্র জানিয়েছে, বরানগর থেকে ব্যারাকপুর পর্যন্ত প্রস্তাবিত মেট্রোরেল সম্প্রসারণের কাজ খুব শীঘ্রই পুরোদমে শুরু হয়ে যাবে। জানা যাচ্ছে, প্রায় 13 কিলোমিটার দূরত্বের এই পথে তৈরি হবে 10টি মেট্রো স্টেশন। সূত্র বলছে, ব্যারাকপুর পর্যন্ত প্রস্তাবিত এই রুটটি বরানগর থেকে শুরু হয়ে ডানলপ মোড়ে ইন্টারচেঞ্জ করার পর প্রথমে কামারহাটি, তারপর আগরপাড়া, সোদপুর, পানিহাটি, সুভাষনগর, খড়দহ, টাটাগেট, টিটাগর এবং তালপুকুরের পর ব্যারাকপুরে গিয়ে শেষ হবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

শোনা যাচ্ছে, রেলের এই প্রস্তাবিত রুটে কমপক্ষে এই 10টি স্টেশন রাখবে মেট্রো। তবে মেট্রোর এই পরিকল্পনাকে সামনে এনে ব্যারাকপুরের বেশ কয়েকজন স্থানীয় অভিযোগ করেছেন, এর আগেও একবার ব্যারাকপুর পর্যন্ত মেট্রো সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। হয়তো এবারও সেই একই দিন দেখতে হতে পারে!

কেন ভেস্তে গিয়েছিল মেট্রো পরিকল্পনা?

বেশ কয়েক মাস আগে ব্যারাকপুর পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের ক্ষেত্রে ব্রিটিশ আমলে তৈরি বিটি রোডের পাইপলাইন বাধা হয়ে দাঁড়িয়েছিল। জানা যায়, ব্রিটিশ আমলে পলতার গঙ্গা থেকে জল তুলে শোধন করার পর সেই জল টালা ট্যাঙ্কে নিয়ে যাওয়ার জন্য বিটি রোডের তলা থেকে পাইপ বসানো হয়। বর্তমানে বিটি রোডের নিচ থেকে মোট 6টি পাইপ দিয়ে শহরের বিভিন্ন অঞ্চলে জল সরবরাহ করা হয়।

কলকাতার বিস্তীর্ণ এলাকায় বিটি রোডের তলা থেকে যাওয়া এই পাইপ দিয়েই জল সরবরাহের কাজ সম্পন্ন হয়। তবে ব্যারাকপুর পর্যন্ত মেট্রো লাইন সম্প্রসারণের জন্য বিটি রোডের রাস্তা খুঁড়তেই হবে। যার ফলে মাটির নিচ থেকে যাওয়া পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ফলত, কলকাতার বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের সংকট দেখা দেবে। আর এই আশঙ্কাকে সামনে রেখেই থমকে গিয়েছিল ব্যারাকপুর পর্যন্ত মেট্রো লাইন সম্প্রসারণের কাজ।

জল সরবরাহ অক্ষুণ্ন রেখেই হবে মেট্রোর কাজ

মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বিটি রোডের নিচ থেকে যাওয়া পাইপলাইন এতদিন ব্যারাকপুর পর্যন্ত মেট্রো লাইন সম্প্রসারণের পথে বাধা হয়েছিল। তবে এবার সেই চিন্তা দূর হতে চলেছে। মূলত অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় কীভাবে ভূগর্ভস্থ জলের পাইপ ও জল সরবরাহ অক্ষুণ্ন রেখেই পুরোদমে মেট্রো লাইন সম্প্রসারণের কাজ শুরু করা যায় সেদিকেই নজর রয়েছে কর্তৃপক্ষের।

আরও পড়ুনঃ অনেকটাই কমল কাঁচা তেলের দাম, কলকাতায় আজ পেট্রোল-ডিজেলের মূল্য কত?

তবে এইসবের মাঝেই ব্যারাকপুর পর্যন্ত লাইন না বসিয়ে দুটি পর্যায়ে কাজ শেষ করার প্রস্তাব মিলেছে। জানা যাচ্ছে, প্রথম পর্যায়ে বরানগর থেকে সোদপুর পর্যন্ত কাজ শেষ হবে। শেষ পর্যায়ের বাকি অংশের কাজ চলবে সোদপুর থেকে ব্যারাকপুর পর্যন্ত। আর তা তখনই সম্ভব হবে যখন উন্নত প্রযুক্তি ব্যবহার করে পাইপ লাইন সরানোর কাজ সফল হবে। যদিও এ বিষয়ে ইতিমধ্যেই আশার আলো দেখতে শুরু করেছেন ব্যারাকপুরবাসী।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group