তীব্র বজ্রপাতে রেকর্ড মৃত্যু বাঁকুড়ায়, শেষ ১১টি জীবন

Published:

thunderstorm in Bankura
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ প্রকৃতির তাণ্ডবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে বাঁকুড়া জেলায়। আসলে একটানা বৃষ্টি এবং প্রবল বজ্রপাতের কারণে নাজেহাল অবস্থা বাঁকুড়া জেলার (Thunderstorm In Bankura)। বৃষ্টি তো ঠিক আছে, কিন্তু সকলের কাছে আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে বজ্রপাত। বিগত কয়েকদিনে এক টানা ব্জ্রপাতের জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ জনে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।

বজ্রপাতে মৃত্যু ১১ জনের

বাঁকুড়ায় বর্তমানে শোকের ছায়া বিরাজ করছে। বহু পরিবার নিজেদের প্রিয়জনকে হারাচ্ছেন বজ্রপাতের জন্য। মঙ্গলবার বজ্রপাতের কারণে জোড়া মৃত্যু হয়েছে জেলায়। এক রিপোর্ট অনুযায়ী, গত ১৫ দিনে ১১ জনেরমৃত্যু হয়েছে বাঁকুড়ায়।আর এই ঘটনা এক কথায় নজিরবিহীন।

একের পর এক নিম্নচাপ এবং অক্ষরেখার দাপটে লাগাতার বৃষ্টি ও মুহুর্মুহু বজ্রপাতের ঘটনা বাড়ছে সেখানে। মাঝে মধ্যেই বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হচ্ছে বাঁকুড়ায় এবং যার থেকে তৈরি হচ্ছে বজ্রবিদ্যুত। আর এর রোষানলের মুখে পড়ে মৃত্যু হচ্ছে একের পর এক মানুষের।

একই দিনে জোড়া মৃত্যু

এর আগে গত ২৪ জুলাই বাঁকুড়ায় বজ্রপাতের কারণে মর্মান্তিকভাবে মৃত্যু হয় ৯ জনের। তবে এবারে যেন রেকর্ড। দুটি পৃথক বজ্রপাতের ঘটনায় বাঁকুড়ার ইন্দাস থানার পলাশি গ্রামে রাজু বাগদী (৫৫) ও পাত্রসায়ের থানার পাটিত গ্রামে জয়ন্ত মন্ডল ( ৬৩) নামে দুজনের মৃত্যু হয়। পুলিশ সূত্রে খবর, দুজনেই মাঠে আমনের চারা রোপণের কাজ করছিলেন। সেই সময়ে আচমকা হওয়া বজ্রপাতে দুজনেই মাঠের মধ্যে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য আজ বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায়। ঘটনায় মৃতদের পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join