যাত্রী স্বার্থে ব্যস্ত সময়ে চলবে ১৪টি অতিরিক্ত মেট্রো, কমবে সময়ের ব্যবধানও! দেখুন টাইমিং

Published on:

kolkata metro

শ্বেতা মিত্র, কলকাতা ফের একবার পোয়া বারো হতে চলেছে মেট্রো রেল যাত্রীদের। এবার এক ধাক্কায় বেশ কয়েকটা মেট্রোর সংখ্যা বাড়তে চলেছে। হ্যাঁ ঠিকই শুনেছেন। ব্যস্ত সময়ে সাত জোড়া অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো (Kolkata Metro)। মেট্রো নোয়াপাড়া এবং নিউ গড়িয়া (কবি সুভাষ) এর মধ্যে ব্লু লাইনে আরও ১৪ টি পরিষেবা যুক্ত করছে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।

চলবে অতিরিক্ত মেট্রো

WhatsApp Community Join Now

দমদমের পরিবর্তে দক্ষিণেশ্বর থেকে বেশিরভাগ ট্রেন যাত্রা শুরু করার ঘোষণা করে। এদিকে এই সিদ্ধান্তের পর থেকেই উত্তর-দক্ষিণ মেট্রোতে প্রচুর ভিড়ের চাপের মুখোমুখি হয় মেট্রো কর্তৃপক্ষ। এছাড়া যাত্রীদেরও চরম হয়রানির শিকার হতে হচ্ছিল। তবে অবশেষে পরীক্ষামূলকভাবে ১৩ জানুয়ারি থেকে সোমবার থেকে শনিবার পর্যন্ত ব্লু লাইনে পরিষেবা সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুনঃ চীন, পাকিস্তানের জম! ২৫,০০০ কোটি খরচে সেনার জন্য টানেল, কাল উদ্বোধন

মেট্রোর এক মুখপাত্র জানিয়েছেন, সোমবার থেকে নোয়াপাড়া ও কবি সুভাষের মধ্যে সকাল ৯টা থেকে ১১টা এবং সন্ধ্যায় (বিকেল ৫টা থেকে রাত ৮টা) ১৪টি অতিরিক্ত পরিষেবা (৭টি আপ ও ৭ ডাউন) চালানো হবে। ২৩ ডিসেম্বর দমদমের বদলে দক্ষিণেশ্বর থেকে মেট্রো পরিষেবা চালানর সিদ্ধান্ত নেওয়া হয়।

কমছে সময়ের ব্যবধান

আগে সাত মিনিটের ব্যবধানে মেট্রো চালানো হচ্ছিল। তবে এবার ৬ মিনিট অন্তর মেট্রো চালানোর সিনেমা চালাবে বলে খবর। এর জেরে যাত্রী হয়রানি অনেকটাই কমবে বলে আশাবাদী সকলে। এই প্রসঙ্গে কলকাতা মেট্রোর প্রগতিশীল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সহ সভাপতি শুভাশিস সেনগুপ্ত জানিয়েছেন, ‘কর্তৃপক্ষ যাত্রীদের কথা না ভেবেই সমস্ত ট্রেন দক্ষিণেশ্বর অবধি চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন শুধুমাত্র চালকদের ক্রু লবি দমদম থেকে নোয়াপাড়া সরানোর কথাই তাদের মাথায় ছিল। এখন তাঁরা সমস্যা বুঝতে পারছেন। তবে নতুন ব্যবস্থাতেও কতটা সুরাহা হবে সেই আশঙ্কা থাকছে।’

সঙ্গে থাকুন ➥
X