আরেক অ’পা! জনৈকর বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, বিরাট চক্র ফাঁস করল পুলিশ

Published:

Medicine Scam Case
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: খাস কলকাতায় ফের উদ্ধার হল টাকার পাহাড়। পুনরাবৃত্তি ঘটল এক বহু চর্চিত জুটির। ২০২২ সালে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এর নাকতলার বাড়িতে তল্লাশি চালানোর পাশাপাশি পার্থর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল কয়েক কোটি টাকা। যা নিয়ে সেই সময় রীতিমত উত্তাল হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। এমনকি এখনও সেই মামলা আদালতে ঝুলে রয়েছে। আর এই আবহে ফের এক বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার হল ১৬ লাখ টাকা। সঙ্গে বিপুল সোনার গয়না।

এক কোটি টাকার ওষুধের হদিশ

ঘটনা সূত্রে জানা গিয়েছে গত তিন বছর ধরে বারুইপুরে সস্তা সুন্দর নামে এক ওষুধ কোম্পানিতে ওষুধ সরবরাহের (Medicine Scam Case) নাম  করে প্রায় ১৬ কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছিল তারকনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে। আর সেই অভিযোগের ভিত্তিতে গত ৬ মার্চ নাগেরবাজার এলাকা থেকে তারকনাথ ভট্টাচার্যকে গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ। তাঁকে গ্রেফতারের পর দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে পুলিশ। আর তাতে ধৃতের কাছে থেকে উদ্ধার হয় ১১ লক্ষ টাকার সোনার গয়না, বিলাসবহুল একটি গাড়ি। ধৃতকে জিজ্ঞাসাবাদের পর প্রায় এক কোটি টাকার ওষুধের হদিশ পায় পুলিশ।

অপা জুটির পুনরাবৃত্তি?

তদন্ত সূত্রে জানা গিয়েছিল ধৃত তারকনাথ ভট্টাচার্য মধ্যমগ্রামে একটি ঘর ভাড়া নিয়েছিল ওষুধ রাখার জন্য। আর সেখান থেকেই উদ্ধার হয়েছিল প্রায় ৩৫ লক্ষ টাকার ওষুধ। এছাড়াও ধৃতের একাধিক জমির হদিশও পেয়েছে পুলিশ। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে পুলিশ। উঠে আসে তাঁর বান্ধবীর নামও। এবং সেই বান্ধবীর খোঁজে ময়দানে নেমে পড়েন তদন্তকারীরা। শেষে গত সোমবার ওই ব্যক্তির বান্ধবীকে গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ। জেরায় উঠে আসে একাধিক তথ্য, যা দেখে থমকে গিয়েছে গোয়েন্দারা।

আরও পড়ুনঃ সবাই নিরাপদ, পাকিস্তানকে শিক্ষা দিয়ে অক্ষত অবস্থায় দেশে ফিরলেন বায়ুসেনার পাইলটরা

পুলিশ জানিয়েছে, বান্ধবীর নাম শতরূপা। বিলাসবহুল জীবনে অভ্যস্ত শতরূপা। তিনি পেশায় একজন বার সিঙ্গার। নাগেরবাজার এলাকার বাসিন্দা তারকনাথ ভট্টাচার্যের সঙ্গে একটি বারেই পরিচয় হয় তাঁর। গোয়েন্দারা ওই বান্ধবীর গল্ফগ্রিন এলাকার বাড়িতে তল্লাশি চালিয়েছিল। সেখান থেকে উদ্ধার হয় সাড়ে ১৬ লক্ষ টাকা নগদ। এর পাশাপাশি ৪০ লক্ষ টাকার গয়নাও বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়াও চার চাকার গাড়িও পুলিশের দখলে নেওয়া হয়েছে।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join