হঠাৎ নেমে এল পাথর, কাদার স্রোত! হিমাচলে বাসের মধ্যেই মৃত্যু ১৮ জনের

Published:

Himachal Pradesh
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: ফের ভয়াবহ দুর্ঘটনা হিমাচল প্রদেশে (Himachal Pradesh)। লাগাতার বৃষ্টির জেরে হঠাৎ ভূমিধসের কারণে পাথরের তলায় চাপা পড়ে যায় এক বেসরকারি বাস। মৃত্যু হয় ১৫ জনের, আশঙ্কাজনক অবস্থায় অনেকেই হাসপাতালে ভর্তি। গত শনিবার থেকে ভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গে বেহাল পরিস্থিতি। ভূমিধসের কারণে স্থানীয়দের ঘর বাড়ি সব কিছুই প্রায় ধ্বংসের মুখে। এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি সেখানকার জনজীবন। এমতাবস্থায় হিমাচল প্রদেশের ফের ভূমিধসের ঘটনা সকলের মনে আতঙ্ক তৈরি করেছে।

হিমাচল প্রদেশে মর্মান্তিক ঘটনা

রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ মঙ্গলবার হিমাচল প্রদেশের বিলাসপুর জেলায় সকালে বলু ব্রিজের কাছে এক পাহাড়ে ধসে নামে। নেমে আসে বিপুল কাদা ও পাথরের স্রোত। মুহূর্তের মধ্যে ধসের জেরে সম্পূর্ণভাবে চাপা পড়ে যায় মারোটান–কালাউল রুটে চলা ওই বাসটি। প্রায় ৩০ জনেরও বেশি যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। শেষ আপডেট অনুযায়ী মর্মান্তিক এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর মিলেছে ইতিমধ্যেই। আশঙ্কা, আরও কয়েকজন যাত্রী ধ্বংসস্তূপে আটকে রয়েছেন। অর্থাৎ মৃতের সংখ্যা বাড়তে পারে। অন্যদিকে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে একজন নাবালিকা রয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

টানা বৃষ্টির জেরে উদ্ধারকাজে বাধা

সম্প্রতি ঘটনাস্থলের একটি ভিডিয়ো ফুটেজ প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা গিয়েছে, একাধিক জেসিবি মেশিন মাটি ও পাথর সরিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে। সহযোগিতা করছেন স্থানীয় বাসিন্দারাও। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, তখনও বাসের একটি ভাঙা অংশের উপর দিয়ে বইছে পাথর-মাটি-কাদার স্তূপ। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ দমকল এবং বিপর্যয় মোকাবিলা দল। তবে টানা বৃষ্টির জেরে উদ্ধার অভিযানে বাধা তৈরি হচ্ছে বলেও জানা গেছে। তবে সেই বাঁধা অতিক্রম করে সকলেই পথে নেমেছে।

শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

ইতিমধ্যেই এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন হিমাচলের এই ঘটনায়। প্রধানমন্ত্রী দফতর (PMO) পক্ষ থেকে এই ব্যাপারে পোস্ট করা হয়েছে। যেখানে প্রধানমন্ত্রী জানিয়েছেন যে, “হিমাচল প্রদেশের বিলাসপুরে দুর্ঘটনায় প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।” জানা গিয়েছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রত্যেক মৃত ব্যক্তির পরিবারের জন্য ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: হিন্দু শিক্ষকের পরিচয় দিয়ে হুগলির মহিলার সঙ্গে সহবাস আশরাফুলের! ব্ল্যাকমেইল করে গ্রেফতার

উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগেও হিমাচল প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। মেঘভাঙা বৃষ্টি এবং হড়পা বানে বহু জেলা জলের তলায় চলে যায়, দোকান, বাড়ি-ঘর চোখের নিমেষে ধূলিসাৎ হয়ে যায়, এরপর সেই একই ঘটনা কয়েক মাস কাটতে না কাটতেই ফের দেখা গেল সেই একই দুর্যোগ। এই প্রসঙ্গে প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, টানা বর্ষণের ফলে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা বাড়ছে। সতর্কতার জন্য আশপাশের অঞ্চলে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join