শৌচাগারে পাকিস্তানের পতাকা লাগিয়ে অশান্তির ছক! বনগাঁয় ধৃত সনাতনী একতা মঞ্চের দুই সদস্য

Published:

Pakistani Flag
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর জঙ্গি হামলা রীতিমত বাকরুদ্ধ করে দিয়েছিল গোটা দেশকে। প্রতিশোধের হিংসা যেন জ্বলে উঠেছে চারিদিকে। রীতিমত গর্জে উঠেছে গোটা দেশ। ইতিমধ্যেই গোটা ঘটনায় পাকিস্তানকে সন্দেহের তালিকায় রেখে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে। আর এই আবহে গোপালনগর থানার আকাইপুরে রেল স্টেশনের একটি শৌচাগারে পাকিস্তানের পতাকা লাগানোর অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে।

ঘটনাটি কী?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বুধবার রাতে গোপালনগর থানা এলাকার অন্তর্গত আকাইপুর স্টেশনের শৌচাগারের দেওয়াল থেকে পাকিস্তানের একটি পতাকা (Pakistani Flag) উদ্ধার করা হয়। অশান্তির জন্য কারা এই অপকর্মটি করল তা জানার জন্য তদন্তে নেমেছিল পুলিশ। আর তাতেই গ্রেফতার করা হয় দুই ব্যক্তিকে। ধৃতদের নাম চন্দন মালাকার এবং প্রজ্ঞাজিৎ মণ্ডল। তারা আকাইপুরেরই বাসিন্দা। এই ঘটনায় ধৃতদেরকে তল্লাশি করে জানা যায় তাঁরা দু’জন সনাতনী একতা মঞ্চের সঙ্গেও যুক্ত। তাঁদের পরিকল্পনা ছিল পাকিস্তানি পতাকা লাগানোর। এবং এলাকায় সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করতে দেওয়ালে ‘হিন্দুস্তান মুর্দাবাদ’ এবং ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগানও লিখতে চেয়েছিলেন তাঁরা।

কড়া পদক্ষেপের নির্দেশ পুলিশের

সূত্রের খবর, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার, এক সাংবাদিক বৈঠক করে বনগাঁ পুলিশ জেলার সুপার দীনেশ কুমার জানিয়েছেন যে, ‘‘ধৃত ওই দুই ব্যক্তি পাকিস্তানের পতাকা লাগিয়ে ভারতবিদ্বেষী স্লোগান তোলার পরিকল্পনা করছিল। এলাকায় অশান্তি তৈরির উদ্দেশ্যে ছিল। তাই অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করা হয়েছে। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বনগাঁ মহকুমা আদালতে হাজির করানো হয়েছে। এই ঘটনার নেপথ্যে আরও কারা জড়িত আছে, সে বিষয়ে তদন্ত করে দেখা হবে।’’ পুলিশের স্পষ্ট বক্তব্য যাঁরা ষড়যন্ত্র করে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করতে চাইবেন, তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।

রাজনৈতিক বাকবিতণ্ডা

এদিকে, পাকিস্তানের পতাকা লাগানো ঘটনায় যে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে গোপালনগর থানার পুলিশ, তাঁদেরকে বিজেপি কর্মী বলে দাবি করলেন বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ দাস। অন্যদিকে এই প্রসঙ্গে বনগাঁ জেলা বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল এর মুখে অন্য সুর শোনা গিয়েছে। তিনি জানিয়েছেন, “পশ্চিমবঙ্গে ভারতীয় পতাকার অবমাননা করলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। কিন্তু একজন সনাতনী সে পাকিস্তানের পতাকা রাস্তায় লাগিয়ে দেওয়ার পরে সেখানে সবাই হাঁটছে, তাকে গ্রেফতার করা হচ্ছে। পুলিশ অন্যায় করছে।”

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join