প্রীতি পোদ্দার, কলকাতা: প্রধানমন্ত্রী আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana) নিয়ে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় চলছে তীব্র বিক্ষোভ। সমীক্ষা নিয়ে যেন জনরোষ কিছুতেই থামছে না। তার উপর গত দুই ধরে তালিকায় ভুয়ো নাম থাকার কারণে কেন্দ্র বাংলার বরাদ্দ আটকে রেখেছে। অগত্যা রাজ্য নিজের বরাদ্দ থেকেই গ্রামীণ এলাকায় গরিব মানুষের বাড়ি তৈরির উদ্যোগ নিয়েছে। কিন্তু সে গুড়ে বালি। কারণ সেই উদ্যোগেও এবার অভিযোগ ভুরি ভুরি। দিকে দিকে আবাস নিয়ে বিক্ষোভের মধ্যে বিপুল সংখ্যায় নাম বাদ পড়ায় এবার তাই উঠছে একাধিক প্রশ্ন।
সমীক্ষা নিয়ে বিভিন্ন জেলায় বিক্ষোভ শুরু
যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০ ডিসেম্বর থেকে এই প্রকল্পের প্রথম দফার টাকা উপভোক্তাদের হাতে তুলে দেবে বলে ঘোষণা করেছেন। তাই ১৩ ডিসেম্বরের মধ্যে সমীক্ষা করে তালিকা চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে সকল জেলা নির্দেশকদের। কিন্তু গ্রামাঞ্চলে সমীক্ষার কাজ শুরু হতেই তালিকায় নাম তোলা নিয়ে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলায় বিক্ষোভ শুরু হয়েছে।
গ্রামবাসীদের অভিযোগ যোগ্য ব্যক্তির তুলনায় অযোগ্য ব্যক্তিরাই এই প্রকল্পের সুবিধা পেয়ে চলেছে। কিন্তু গত মঙ্গলবারই নবান্নে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন গ্রামাঞ্চলে আবাস যোজনার বাড়ি বিলিতে রাজ্যের দৃষ্টিভঙ্গি হবে মানবিক। গরিব মানুষ যেন কোনওভাবে এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হয়।
বাদ পড়েছে ২০ শতাংশের নাম
মুখ্যমন্ত্রীর ঘোষণার পরমুহুর্তেই নবান্ন সূত্রে জানা যায়, রাজ্যের বিভিন্ন জেলায় তালিকা থেকে বহু নাম বাদ গিয়েছে। ১৬ লক্ষ লোকের তালিকা নিয়ে সমীক্ষা করতে নেমে ৩.৫ লক্ষ নাম বাদ পড়েছে। অর্থাৎ প্রায় ২০ শতাংশ নামই বাদ চলে গিয়েছে। তার মধ্যে সবার উপরে যেই চারটি জেলা রয়েছে, সেই চারটি জেলা হল মালদা, মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর ২৪ পরগনা। আর নাম বাদ পড়তেই ক্ষেপে উঠেছে জনগণ। তাই ফের এই সব আবেদনকারীদের সমীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। কেন তাদের নাম বাদ পড়েছে তা কারণ দেখিয়ে স্পষ্ট জানাতে হবে জেলা প্রশাসনকে।