কবে বেরোবে ২০২৩-র রেজাল্ট! প্রাথমিক শিক্ষা পর্ষদের ঘোষণায় আশাহত লক্ষাধিক পরীক্ষার্থী

Published on:

2023 primary tet result wont be published untill 20107 2022 tet issues are solved

পার্থ সারথি মান্না, কলকাতাঃ দেখতে দেখতে শেষ হতে চলল বছর তবে এখনও প্রকাশ্যে এল না ২০২৩ সালের টেট পরীক্ষার ফলাফল (TET Result)। এমনকি ফলাফল অদূর ভবিষ্যতে মিলতে পারে সেই আশাতেও একপ্রকার জল ঢাললেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি। কি জানালেন গৌতম পাল? জানতে হলে আজকের প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।

এখনই সম্ভাবনা নেই ২০২৩ সালের টেট এর রেজাল্ট প্রকাশের

WhatsApp Community Join Now

প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল জানান, ২০১৭ ও ২০২২ স্ল্যাবের টিচার এলিজিবিলিটি টেস্ট নিয়ে আইনি সমস্যা এখনও মেটেনি। সেগুলোর সমাধান না হওয়া পর্যন্ত ২০২৩ সালের টেট পরীক্ষার রেজাল্ট বের করা হবে না।

২০১৭ ও ২০২২ সালের টেট নিয়ে সমস্যা

টিচার এলিনিবিলিটি টেস্টে প্রশ্ন ভুলের অভিযোগ উঠলে আদালতের তরফ থেকে বিশ্ববিদ্যালয়ের বিষয়ভিত্তিক শিক্ষকদের নিয়ে কমিটি তৈরী করা হয়। ২০১৭ সালে যে টেট পরীক্ষা নেওয়া হয়েছিল তাতে মোট ২৩টি প্রশ্ন ভুল হাসিল বলে অভিযোগ ওঠে। এমনকি ২০২২ সালেও ২৪টি প্রশ্ন ভুল ছিল বলে জানা যায়। এরপর সমস্ত অভিযোগ খতিয়ে দেখে রিপোর্ট পরোক্ষ করার কথা। সেটা যতক্ষণ না হচ্ছে তার আগে ২০২৩ সালের টেটের রেজাল্ট প্রকাশ্যে আসবে না।

২০২৩ সালের টেট পরীক্ষা

২০২৩ সালে ডিসেম্বর মাসে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে টেট পরীক্ষার আয়োজন করা হয়েছিল। মোট ৩,০৯,০৫৪ জন পরীক্ষায় বসার জন্য রেজিস্ট্রেশন করলেও আদতে ২,৭২,০০০ জন পরীক্ষা দেয়। কিন্তু একবছর পেরিয়ে গেলেও তার ফলাফল আজও অপ্রকাশিত রয়ে গিয়েছে। এরপর পর্ষদের কথা মত ২০২৪ সালে ফের টেট হওয়ার কথা থাকলেও সেটা আইনি জটিলতার কারণে পিছোতে পিছোতে বাতিল হয়ে যায়।

শেষ টেটের রেজাল্ট প্রকাশ্যে না এলেও উত্তরপত্র প্রকাশ করা হয় ৭ই মে। তারপর প্রশ্নকে চ্যালেঞ্জ করার সুযোগ দেওয়া হয় ১০ই মে থেকে ৯ই জুন পর্যন্ত। পরীক্ষার্থীদের অনেকেই আশা করেছিলেন যে হয়তো তাহলে ২০২৩ সালের টেটের রেজাল্ট ২০২৪ সালেই প্রকাশিত হবে। কিন্তু সেটা যে এই মুহূর্তে সম্ভব নয় তা একপ্রকার স্পষ্ট হয়ে গিয়েছে। এখন অপেক্ষা পূর্বের টেটের আইনি জটিলতা কাটার।

সঙ্গে থাকুন ➥
X