২০২৫-এ একাধিক ছুটি মার, খারাপ খবর সরকারি কর্মীদের জন্য! হলিডে লিস্ট জারি করল নবান্ন

Published on:

nabanna

প্রীতি পোদ্দার, কলকাতা: হাতে মাত্র আর কয়েকদিন বাকি। এরপরেই আসতে চলেছে ডিসেম্বর মাস। বছর প্রায় শেষের পথে। দেখতে দেখতে আরও একটি বছরের আগমন হতে চলেছে। আর এই আবহেই গতকাল অর্থাৎ শুক্রবার, নবান্নের (Nabanna) তরফে ২০২৫ সালে সরকারি কর্মীদের ছুটির তালিকা প্রকাশ্যে এল। চলতি বছর সরকারী কর্মীরা একাধিক ছুটি পেয়েছিল রাজ্য সরকারের তরফে। এবার এক নজরে দেখে নেওয়া যাক পরের বছরে তাঁদের কপালে করা ছুটি বরাদ্দ আছে।

বেশিরভাগ ছুটি রবিবারে! | 2025 Holiday List |

WhatsApp Community Join Now

জানা গিয়েছে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে এনআই অ্যাক্ট অনুযায়ী সরকারী কর্মীদের ভাগ্যে ২৫টি ছুটি রয়েছে। যার মধ্যে স্বাধীনতা দিবসের ছুটি এবং জন্মাষ্টমীর ছুটি একই দিনে পড়েছে। অন্যদিকে আবার দশমী এবং গান্ধী জয়ন্তীর ছুটিও একই দিনে পড়েছে। তবে এগুলি ছাড়াও রাজ্য সরকারের নিজস্ব ছুটি থাকছে ২৫টি। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে একাধিক ছুটি রবিবার হওয়ার কারণে সেই ছুটিগুলি হাতছাড়া হচ্ছে সরকারি কর্মীদের। স্বামী বিবেকানন্দের জন্মদিন, প্রজাতন্ত্র দিবস, সরস্বতী পুজো, রাম নবমী, মহরম, ভানু ভক্তের জন্মদিন, মহালয়া ও দুর্গাপুজোর ষষ্ঠীর দিন রবিবার পড়েছে।

সরকারী কর্মীদের পুজোর ছুটি

তালিকা অনুযায়ী জানা গিয়েছে ২৬ সেপ্টেম্বর, ২০২৫ শুক্রবার থাকবে চতুর্থী, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, শনিবার থাকবে পঞ্চমী, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, রবিবার থাকবে ষষ্ঠী। তারপর ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত থাকবে দুর্গাপুজোর ছুটি। ৩ ও ৪ অক্টোবর দুর্গাপুজোর জন্য অতিরিক্ত ছুটি থাকছে। ৫ অক্টোবর রবিবার এমনিতেই ছুটি। ৬ অক্টোবর লক্ষ্মী পুজোর ছুটি। ৭ অক্টোবর লক্ষ্মীপুজোর জন্য অতিরিক্ত ছুটি থাকছে। অর্থাৎ টানা ১২ দিন ছুটি পাবেন সরকারি কর্মীরা।

শুধু দুর্গাপুজো নয়, কালীপুজোর সময়েও বাড়তি ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা। জানা গিয়েছে ২০ অক্টোবর কালীপুজোর ছুটি, ২১ ও ২২ তারিখ কালীপুজোর অতিরিক্ত ছুটি, ২৩ তারিখ ভাইফোঁটার ছুটি। ২৪ অক্টোবর ভাইফোঁটার অতিরিক্ত ছুটে দেওয়া হয়েছে। ২৫ ও ২৬ অক্টোবর শনি ও রবিবার। এর পরেই ২৭ অক্টোবর ছট পুজোর ছুটি রয়েছে। ২৮ অক্টোবর ছট পুজোর অতিরিক্ত ছুটি দেওয়া হয়েছে। যে কর্মীদের শনিবার ছুটি নেই, তাঁরা শনিবার একটি অতিরিক্ত ছুটি নিলেই টানা ৯ দিনের ছুটি পেয়ে যাবেন। আর এই ৯ দিনে পরিবারের সঙ্গে অথবা বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরে আসতে পারবেন।

সঙ্গে থাকুন ➥
X