লক্ষ্মীর ভান্ডারে আরও মহিলা পাবেন সুবিধা, দুয়ারে সরকারেই মিলল সুখবর

Published on:

lakshmir bhandar

প্রীতি পোদ্দার, কলকাতা: সাধারণ মানুষের সুবিধা এবং জনস্বার্থের উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার (Government Of West Bengal) একাধিক প্রকল্পের আয়োজন করেছে। আর সেই প্রকল্পগুলির সুবিধা রাজ্যবাসীর কাছে এতটাই উপযোগী হয়ে উঠেছে দিনের পর দিন এর জনপ্রিয়তা যেন বেড়েই চলেছে ক্রমশ। যার মধ্যে অন্যতম হল এই লক্ষ্মীর ভান্ডার। রাজ্য সরকারের সবথেকে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। আর এবার দুয়ারে সরকার ক্যাম্পেও বেশ নজর কাড়ল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। সংযুক্ত হল লাখ লাখ নতুন উপভোক্তা।

আমাদের সাথে যুক্ত হন Join Now

কয়েক লক্ষ প্রার্থীর আবেদন জমা পড়েছে শিবিরে

গত মাসের ২৪ তারিখ থেকে শুরু হয়েছে দুয়ারে সরকার শিবির। যা শেষ হয়েছে গত শনিবার অর্থাৎ ১ ফেব্রুয়ারি। নবম পর্যায়ের এই দুয়ারে সরকার শিবিরে জমায়েত হয়েছিল একাধিক সাধারণ মানুষের। রাজ্য সরকারের পরিসংখ্যান অনুযায়ী, এবারের দুয়ারে সরকারের শিবিরগুলিতে হাজির হয়েছিলেন ১ কোটিরও বেশি মানুষ। যার মধ্যে ৬৩ লক্ষের বেশি মানুষ আবেদন করেছেন এবং ৩৭ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে। রাজ্য সরকারের শ্রম দফতরের সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে। শুধু তাই নয়, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রায় কয়েক লক্ষ প্রার্থীর আবেদন জমা পড়েছে।

১ লক্ষের বেশি বার্ধক্য ভাতার জন্য আবেদন

সরকারি তথ্য অনুযায়ী জানা গিয়েছে, এবারের দুয়ারে সরকারে ৩ লক্ষেরও বেশি আবেদনকারী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন জানিয়েছে। ইতিমধ্যেই রাজ্যে এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন ২ কোটি ২১ লক্ষ মহিলা। এমনকি পাহাড়েও এবার অন্যান্য বারের তুলনায় লক্ষ্মীর ভান্ডারে বেশি আবেদন জমা পড়েছে। যার ফলে আশা করা যাচ্ছে ভবিষ্যৎ এ আরও নতুন সংযোজনের ফলে এই সংখ্যা আরো বাড়বে। পিছিয়ে নেই বাকি প্রকল্পগুলি। জানা গিয়েছে ১ লক্ষের বেশি বার্ধক্য ভাতার জন্য আবেদন জমা পড়েছে। সরকারি অন্যান্য প্রকল্পের মধ্যে স্বাস্থ্য সাথীতে আবেদন জমা পড়েছে ২ লক্ষের বেশি। অসংগঠিত শ্রমিকদের জন্য রাজ্যের বিনামূল্যের সামাজিক সুরক্ষা প্রকল্পেও কয়েক লক্ষ আবেদন জমা পড়েছে।

Whatsapp Broadcast Join Now

উল্লেখযোগ্য বিষয় হল প্রথম সাতদিনেই প্রায় ৯০ লক্ষ মানুষ এসেছেন দুয়ারে সরকার শিবিরে। তার মধ্যে প্রায় ৬৭ শতাংশ ভ্রাম্যমাণ দুয়ারে সরকার শিবির করে আধিকারিকরা পৌঁছেছেন একেবারে প্রত্যন্ত এলাকায়। ফলে অন্যান্য বারকে পিছনে ফেলে প্রতি সেকেন্ডে ১১ জন মানুষ দুয়ারে সরকার শিবিরে নাম লিখিয়েছেন বলেই উঠে এসেছে এই প্রকল্পের কেন্দ্রীয় পোর্টালে। এছাড়া এবারের শিবিরে মোট ৩৭ টি প্রকল্পের জন্য আবেদন করা যাচ্ছিল, যা বিভিন্ন শ্রেণীর মানুষের উপকার করেছে। এছাড়াও সরকারী প্রকল্পে দুর্নীতি রুখতে নানা রকম পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

সঙ্গে থাকুন ➥
X