প্রীতি পোদ্দার, হাওড়া: প্রতি সপ্তাহেই এখন হাওড়া (Howrah) লাইনে যাত্রী ভোগান্তি লেগেই রয়েছে। ফের হাওড়া সেকশনে বেশ কিছু ট্রেন বাতিলের ঘোষণা পূর্ব রেলের। তারকেশ্বর-বাহিরখন্ড স্টেশনের মধ্যে ব্রিজের রক্ষণাবেক্ষণ কাজের জন্যেই ট্রেন বাতিল করা হচ্ছে বলে জানিয়েছে রেল। বেশ কয়েকটি ট্রেনের সময়সূচিও পরিবর্তন করা হচ্ছে। যার ফলে বেশ সমস্যায় পড়তে চলেছেন যাত্রীরা।
পূর্ব রেলের বিবৃতি
আজ পূর্ব রেলের জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, ৩০ নভেম্বর, শনিবার আর ১ ডিসেম্বর, রবিবার একাধিক লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। ওই দুইদিন একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। সেই বিবৃতিতে পূর্ব রেল স্পষ্ট উল্লেখ করেছে যে হাওড়া বিভাগের তারকেশ্বর-বাহিরখণ্ড স্টেশনের মধ্যে ৬২ নম্বর ব্রিজের রক্ষণাবেক্ষণ এর কাজ এখনও চলছে। আগের রবিবারেও রেলের ট্র্যাক ও ওভারহেডের রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই শাখায় বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছিল। এবার তাই যাত্রীদের এই দুর্যোগ পোহাতে হবে। আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক কবে কোন কোন লোকাল ট্রেন বাতিল হতে চলেছে।
৩০ নভেম্বর ২০২৪, শনিবার বাতিল লোকাল ট্রেনের তালিকা
- হাওড়া-তারকেশ্বর আপ লাইনে ৩৭৩৪৯, ৩৭৩৫১ এই দুটি ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল ৷
- তারকেশ্বর-হাওড়া ডাউন লাইনে 47354, এই ট্রেনটি বাতিল করা হচ্ছে।
১ ডিসেম্বর, ২০২৪, রবিবার বাতিল লোকাল ট্রেনের তালিকা
- ৩৭৩০৯, ৩৭৩১১, ৩৭৩১৩, ৩৭৩১৫, ৩৭৩১৭ হাওড়া-তারকেশ্বর আপ লাইনে ট্রেন বাতিল করা হয়েছে ৷
- ৩৭৪১১ এবং ৩৭৪১৫ শেওরাফুলি-তারকেশ্বর আপ লাইনে এই দুটি ট্রেন বাতিল করা হয়েছে ৷
- ৩৭৩৫৯ হাওড়া-আরামবাগ আপ লাইনে এবং ৩৭৩৭১ আপ হাওড়া-গোঘাট ট্রেনটি বাতিল করা হয়েছে ৷
- ৩৭৩১২, ৩৭৩১৪, ৩৭৩১৬, ৩৭৩১৮, ৩৭৩২০, ৩৭৩২২ তারকেশ্বর-হাওড়া ডাউন লাইনে ট্রেন বাতিল করা হয়েছে ৷
- ৩৭৪১২, ৩৭৪১৬ তারকেশ্বর-শেওরাফুলি ডাউন লাইনে এই দুটি ট্রেন বাতিল করা হয়েছে ৷
- ৩৭৩৬০ ডাউন আরামবাগ-হাওড়া এবং ৩৭৩৭২ ডাউন গোঘাট-হাওড়া নম্বর ট্রেনটি বাতিল করা হয়েছে ৷
- অন্যদিকে ৩৭৩২৪ তারকেশ্বর-হাওড়া ইএমিউ লোকাল তারকেশ্বর থেকে সকাল ৯ টা ৩২ মিনিটে ছাড়ার পরিবর্তে ৯ টা ৫৫ মিনিটে ছাড়বে।