কলকাতায় ৩০০ ফ্ল্যাট বিতরণ করবে পশ্চিবঙ্গ সরকার, কারা পাবে জানালেন পুরসভার মেয়র

Published on:

kolkata's mayor firhad hakim says 300 slum families will get new flats in sarada maa's bag bazaar area

পার্থ সারথি মান্না, কলকাতাঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কিছু বিশেষ জায়গায় উন্নয়নের কাজের ইচ্ছা প্রকাশ করেছিলেন। যার মধ্যে অন্যতম একটি হল সারদা মায়ের বাড়ির এলাকা। প্রতিবছর রাজ্যের মানুষের পাশাপাশি দেশ বিদেশ থেকে বহু দর্শনার্থীরা এখানে আসেন। তাই এবার কলকাতা কর্পোরেশনের তরফ থেকে সারদা মায়ের বাগবাজারের বাড়ির এলাকার সৌন্দর্যায়ন প্রকল্পের দায়িত্ব নেওয়া হয়েছে।

সারদা মায়ের বাগবাজারের বাড়ির সৌন্দর্যায়ন

WhatsApp Community Join Now

রাজ্যের দরিদ্র মানুষদের জন্য আবাস যোজনার আওতায় বাড়ি তৈরির করার টাকা দেওয়া হচ্ছে রাজ্য ও কেন্দ্র সরকারের তরফ থেকে। তেমনি বাগবাজার মায়ের বাড়ি এলাকার বস্তিবাসীদের জন্য এবার ‘বাংলার বাড়ি’ প্রকল্পে নতুন ফ্লাট তৈরী করা হচ্ছে বলে জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

গতকাল অর্থাৎ মঙ্গলবার কাজ কতদূর এগিয়েছে সেটা পরিদর্শনে গিয়েছিলেন মেয়র। সেখান থেকে সারদা মায়ের বাড়িও যান। এরপর সাংবাদিকদের মুখোমুখি হলে তিনি জানান, ফ্ল্যাট তৈরির দ্বিতীয় ধাপের কাজ চলছে। আশা করা হচ্ছে আসছে বছর পুজোর আগেই কাজ সম্পন্ন হয়ে যাবে। সেটা হলেই বস্তিবাসীদের একাংশের হাতে নতুন ফ্ল্যাটের চাবি তুলে দেওয়া হবে।

মুখ্যমন্ত্রীর সখের প্রকল্প

ফিরহাদ হাকিমের মত, এটি মুখ্যমন্ত্রীর অত্যন্ত শখের প্রকল্প। তাছাড়া ধর্মীয় হোক ঐতিহাসিক উভয় দিক থেকেই এই স্থানটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেই কারণে গুরুত্ব নিয়ে এই প্রকল্পের কাজ চলছে, আশা করা হচ্ছে আগামী দিনে আন্তর্জাতিক পর্যটকেরাও এই জায়গার প্রতি আকৃষ্ট হবেন।

বস্তিবাসীদের জন্য তৈরী হবে ৩০০ ফ্ল্যাট

যেমনটা জানা যাচ্ছে, সারদা মায়ের বাগবাজারের বাড়ি থেকে গঙ্গার ঘাটে যাওয়ার রাস্তার আশপাশে প্রায় ৩০০ মানুষকে নতুন ফ্ল্যাট দেওয়া হবে। ইতিমধ্যেই ৮০ জনকে বাড়ি করে স্থানান্তর করে দেওয়া হয়েছে। এখন আরও টাওয়ার তৈরির কাজ চলছে সেটা তৈরী হয়ে গেলে আরও ১০০ জনকে বাড়ি দেওয়া হবে। পরবর্তীতে বাকি ১২০ জনকেও বাড়ি করে দেওয়া হবে। তারপর একবছরের মধ্যে রাস্তার সৌন্দর্যায়ন করা হবে।

সঙ্গে থাকুন ➥
X