হাওড়া, শিয়ালদায় দেরিতে চলছে অজস্র ট্রেন! কারণ হিসেবে মানুষকেই দায়ী করল পূর্ব রেল

Published:

train late
Follow

সহেলি মিত্র, কলকাতা: লোকাল ট্রেন সাধারণ মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। হাওড়া-শিয়ালদা থেকে প্রতিদিন কয়েক লক্ষ মানুষ নিজেদের গন্তব্যে ছুটে চলেছেন। কিন্তু আবার এই লোকাল ট্রেন নিয়ে নিত্য যাত্রীদের সমস্যার শেষ নেই। এর বড় কারণ হলো প্রতিদিন দেরিতে চলছে বহু ট্রেন। এই হাওড়া শিয়ালদা রুটে চলাচলকারী লোকাল ট্রেনকে নিয়ে সম্প্রতি এমন একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে যেটি সম্পর্কে শুনলে আপনিও হয়তো আকাশ থেকে পড়বেন। কম করে ৩১ টি ট্রেন প্রতিদিন দেরিতে চলছে হাওড়া-শিয়ালদা রুটে। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। আরো বিশদে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।

হাওড়া-শিয়ালদায় দেরিতে চলছে ৩১টি ট্রেন!

হাওড়া এবং শিয়ালদা এশিয়ার অন্যতম ব্যস্ততম দুটি স্টেশনের মধ্যে পড়ে। প্রতিদিন কয়েক লক্ষ মানুষ এই দুটি স্টেশনের উপর দিয়ে যাতায়াত করছেন।  কাছে পিঠে হোক কিংবা দূর পাল্লা, সকলের ভরসা ট্রেন। কিন্তু স্বল্প দূরত্ব-এ যাওয়ার জন্য সকলের ভরসা হচ্ছে লোকাল ট্রেন। তবে এই লোকাল ট্রেনই মাঝেমধ্যে এমন সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে যা ভাবনার অতীত। প্রতিদিনই নাকি গড়ে ৩১টি লোকাল ট্রেন দেরিতে চলাচল করছে। যার ফলে সমস্যার মধ্যে পড়েছেন রেল যাত্রীরা। এ বিষয়ে একটি নতুন পরিসংখ্যান তুলে ধরেছে পূর্ব রেল যে পরিসংখ্যান তুলে ধরেছে সেটি দেখে চমকে গিয়েছেন সকলে। অনেকেই বলছেন নিজেদের দোষ ঢাকতে রেল নিত্য নতুন অজুহাত খুঁজছে।

পরিসংখ্যান তুলে ধরল রেল

কেন প্রতিদিন এত ট্রেন লেট হচ্ছে সে বিষয়ে পরিসংখ্যান তুলে ধরেছে রেল। গত ৩০ এপ্রিল বিভিন্ন লেভেল ক্রসিং গেট অনিয়ন্ত্রিত যানবাহনের বাধার কারণে বন্ধ করতে বিলম্ব হয়েছিল। তার জেরে মোট ৭৯টি ট্রেন একদিনে লেট করেছিল। রেল কর্তাদের মূল্যায়ন, চার ডিভিশন অর্থাৎ, হাওড়া, শিয়ালদহ, আসানসোল ও মালদহ জোনের ক্রসিংয়ে সড়কপথের এক শ্রেণির চালকদের বেপরোয়া মনোভাবের জন্য এই সমস্যা তৈরি হচ্ছে। ট্রেন আসার সিগন্যাল অগ্রাহ্য করে যানবাহন লেভেল ক্রসিংয়ে প্রবেশ করায় গেট বন্ধে সমস্যা তৈরি হচ্ছে।

আরও পড়ুনঃ এক ট্রেনেই হাওড়া থেকে মিজোরাম, জুলাইতেই হতে চলেছে বিরাট কাজ, সুখবর দিল রেল

পথ চলতি এমন অনেক মানুষ আছেন যারা লেবেল ক্রসিং অগ্রাহ্য করে যাতায়াত করছেন। এর ফলে দুর্ঘটনা ঠেকাতে কোথাও কোথাও আবার ট্রেনকে মাঝপথে দাঁড়িয়ে যেতে হচ্ছে। যার ফলে সমস্যা হচ্ছে ট্রেন চলাচলে, দেরি হচ্ছে ট্রেন।  পূর্ব রেলের আবেদন, লেভেল ক্রসিংয়ে ট্রেন আসার সিগন্যাল দেখলেই নিরাপদ দূরত্বে সরে যান।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join