৪৮ ঘণ্টায় ধৃত ৫, দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্তসহ সবাইকে গ্রেফতার করল পুলিশ

Published:

Durgapur
Follow

প্রীতি পোদ্দার, দুর্গাপুর: আরজি কর, কসবা ল কলেজের পর এবার দুর্গাপুরের (Durgapur) মেডিক্যাল কলেজ। গত শুক্রবার রাতে গণধর্ষণের শিকার হয়েছিল ওই কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে রাজনৈতিক শিবিরে। সমাজে মেয়েদের নিরাপত্তা নিয়ে ফের প্রশাসনের ভূমিকা যেন মুখ থুবড়ে পড়ল। এমতাবস্থায় ওড়িশার ডাক্তারি ছাত্রীকে ‘গণধর্ষণের’ ঘটনায় সব অভিযুক্তকেই গ্রেপ্তার করল পুলিশ।

ধৃত পুরনিগমের অস্থায়ী এক কর্মী

পুলিশ সূত্রে জানা গিয়েছে দুর্গাপুরের মেডিক্যাল কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে আগেই তিনজনকে গ্রেফতার করেছিল পুলিশ। আদালতের তরফে ওই তিনজনকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার রাতে আরেক অভিযুক্ত নাসিরউদ্দিন শেখ যে কি না দুর্গাপুর পুরনিগমের অস্থায়ী কর্মী, তাঁকেও গ্রেফতার করা হয়। তাঁকেই দীর্ঘ জিজ্ঞাসাবাদ করে আরও এক অভিযুক্ত সফিকুল শেখকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গিয়েছে, সফিকুল শেখ নাকি মুল অভিযুক্ত আজ অর্থাৎ সোমবার এই দুই জনকে দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করানো হবে।

নিরাপত্তার স্বার্থে আটক সহকারী বন্ধু

দুর্গাপুরের গণধর্ষণের ঘটনায় নির্যাতিতা তাঁর অভিযোগপত্রে ৫ জনের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। তার মধ্যে ৫ জনকেই ধরা হয়েছে। জানা গিয়েছে ধৃতদের সকলেরই ডিএনএ পরীক্ষা করা হবে শীঘ্রই। অন্যদিকে নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতে এখনও আটক রয়েছেন অভিযোগকারী তরুণীর বন্ধু-সহপাঠী। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, তদন্তের পাশাপাশি নিরাপত্তার স্বার্থেও ওই যুবককে আটক রাখা হয়েছে। এইমুহুর্তে ওড়িশার বাসিন্দা ওই তরুণী আপাতত হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে তাঁর বাবা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, “আমি পশ্চিমবঙ্গে নিরাপদ বোধ করছি না। মেয়েকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরতে চাই।”

আরও পড়ুন: সেদিন রাতে কী হয়েছিল? অভিযোগপত্রে নারকীয় অভিজ্ঞতার কথা জানাল দুর্গাপুরের নির্যাতিতা!

দুর্গাপুর কাণ্ডে পুলিশি তৎপরতায় একের পর এক ধৃতকে গ্রেপ্তার করায় বেশ আপ্লুত পশ্চিম বর্ধমান তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি বলেছেন, ‘‘প্রথম দিন থেকে আমাদের জেলার দুই মন্ত্রী মলয় ঘটক এবং প্রদীপ মজুমদার পুলিশের সঙ্গে যোগাযোগ রেখেছেন। পুলিশ সঠিক সময়ে তৎপরতার সঙ্গে পদক্ষেপ করেছে বলেই অভিযুক্তেরা গ্রেফতার হয়েছেন।’’ এদিকে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিজেপি দুর্গাপুরে ধর্নামঞ্চ তৈরি করেছে। আজ ঘটনাস্থলে পৌঁছাবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join