উত্তপ্ত ফালাকাটা! ৬ বছরের শিশুকে ধর্ষণের পর খুনের অভিযোগ, গণপিটুনিতে মৃত অভিযুক্ত

Published on:

falakata

প্রীতি পোদ্দার, ফালাকাটা: রাজ্যে একের পর এক ধর্ষণের মত অমানবিক ঘটনা যেন ঘটেই চলেছে। সদ্যজাত শিশু থেকে শুরু করে আশি নব্বই বছরের বৃদ্ধাও যেন ছাড় পাচ্ছে না এই অমানবিক অত্যাচারের হাত থেকে। কিন্তু বিচার একেবারেই অধরা। তিলোত্তমা ঘটনায় দেখতে দেখতে প্রায় ৩ মাস হতে চলল, কিন্তু এখনও CBI ঘটনার কোনো রকম তথ্য তুলে ধরতে পারল না। আর এই আবহেই ফের এক ধর্ষণের ঘটনা উঠে এল খবরের শিরোনামে। ছয় বছরের এক শিশুকে ধর্ষণের পর খুনের অভিযোগ উঠল এক প্রতিবেশী ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা এলাকা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ঘটনাটি কী?

সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার ফালাকাট থানার খগেনহাটের জটেশ্বর এলাকায়। গতকাল অর্থাৎ শুক্রবার মিষ্টি খাওয়ানোর লোভ দেখিয়ে ছয় বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ ও খুন করার অভিযোগ ওঠে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। কয়েক ঘন্টা নিখোঁজ থাকার পর স্থানীয় একটি পুকুরের ধারে শিশুটির মৃতদেহ পাওয়া যায়। যার জেরে রাগে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। জানা গিয়েছে এই ঘটনায় ওই শিশু কন্যাকে ধর্ষণ করেছে ৪০ বছর বয়সী মনা রায় নামে এক প্রতিবেশী। কুকীর্তির কথা সে স্বীকার করেছে।

ওইদিন মৃত নাবালিকার ঠাকুমা দেখেন যে বিকেলের দিকে বাড়ির কলে রক্তমাখা হাত ধুচ্ছিল ওই অভিযুক্ত ব্যক্তি। মনে সন্দেহ জাগে ঠাকুমার। পরে তিনি অভিযুক্তের ঘরে ঢুকে নাতনির রক্তমাখা জামাকাপড় দেখতে পান। তখনই মনা রায়কে জাপটে ধরে চিৎকার করতে শুরু করেন ঠাকুমা। কিন্তু হাত ছাড়িয়ে পালিয়ে আসেন তিনি। এর পর সকলে এসে মনাকে চেপে ধরতেই সে ৬ বছরের মেয়েকে ধর্ষণ ও খুনের কথা স্বীকার করে বলে জানান স্থানীয় বাসিন্দারা। কিন্তু বিচার চাওয়ার জন্য আইনের অপেক্ষা করেনি সেখানকার বাসিন্দারা। বিচার তাঁরা নিজেরাই করে নিয়েছেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

অভিযুক্ত ব্যক্তিকে বেধড়ক মার প্রতিবেশীদের

অভিযুক্ত ওই ব্যক্তিকে স্থানীয় বাসিন্দারা ধরে নিয়ে যায় এবং একটি গাছের সঙ্গে বেঁধে ব্যাপক মারধর করে। অবস্থা এতটাই ভয়ংকর হয়ে ওঠে যে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌছায় জটেশ্বর ফাঁড়ির পুলিশ। এমনকি ফালাকাটা থানা থেকে পুলিশও এসে ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু, সেখানে যাওয়ার পর স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। এরপর ফালাকাটা থানা থেকে অতিরিক্ত পুলিশ কর্মী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। সঙ্গে সঙ্গে অভিযুক্তকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

ফালাকাটা থানার আইসি সমিত তালুকদার বলেন, “শিশুর মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আমরা গোটা ঘটনার তদন্ত শুরু করেছি। তদন্তের স্বার্থে এর থেকে বেশি কিছু বলা যাবে না।” অন্যদিকে, কালীপুজোর সকালে কলকাতার জোরাবাগান সেন লেনের বাসিন্দা, এক এলআইসি-র কর্মী খুনে আটক করা হয়েছে এক নাবালককে। নদিয়ার চাপড়া থেকে আটক করা হয় নাবালককে। জানা যায়, আটক নাবালকের মায়ের সঙ্গে নাকি এলআইসি এজেন্ট অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের পরকীয়া সম্পর্ক ছিল, সেই সম্পর্ক মেনে নিতে না পেরেই খুনের পরিকল্পনা করে নাবালক।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group