রাজ্যে ৪৪,২০৩ শিক্ষক নিয়োগ! কোথায়, কত পদে চাকরি, কীভাবে আবেদন? দেখে নিন

Published on:

SSC Case

সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার (SSC Case) জেরে গোটা প্যানেল বাতিল হওয়ার পর ফের রাজ্য সরকার নিয়োগ প্রক্রিয়া শুরু করছে। এদিন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, 44,203 শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এমনকি মমতা ব্যানার্জি এও জানান যে, 30 মে’র মতোই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। কিন্তু কোথায় কোথায় নিয়োগ হবে, কবে নিয়োগ হবে? সবটা রইল আজকের প্রতিবেদনে।

প্রসঙ্গত, 2016 সালের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার জেরে সুপ্রিম কোর্ট পুরো প্যানেল বাতিল করে দেয়। আর একধাক্কায় প্রায় 26 হাজার শিক্ষক-শিক্ষিকা চাকরি হারা হয়ে পথে নামে। সেই রায়ের ভিত্তিতেই এবার নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করছে রাজ্য সরকার। 

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কত শূন্যপদে, কোথায় নিয়োগ?

মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশে 24,205 শূন্যপদের কথা ছিল। তবে এর পাশাপাশি রাজ্য সরকার আরো কিছু নতুন পদ যুক্ত করছে। ফলে মোট ৪৪,২০৩ টি পদে শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগ করা হবে।

এর মধ্যে নবম-দশম শ্রেণীর শিক্ষক হিসেবে থাকবে 23,210 জন, একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক হিসেবে থাকবে 12,514 জন, গ্রুপ সি পদে থাকবে 2,989 জন এবং গ্রুপ ডি পদে থাকবে 5,488 জন।

কবে বিজ্ঞপ্তি প্রকাশ, কবে আবেদন শুরু?

নবান্নের তরফ থেকে এদিন যেমনটা জানানো হয়েছে, এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হবে 30 মে’র মধ্যেই। এমনকি অনলাইনে আবেদন শুরু হবে 16 জুন থেকে এবং আবেদন চলবে 14 জুলাই পর্যন্ত। আর পরীক্ষার ফলাফল প্রকাশ হবে 15 নভেম্বরে এবং কাউন্সিলিং শুরু হবে 20 নভেম্বর থেকে।

আরও পড়ুনঃ প্রাথমিকে নিয়োগ নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

কেন মুখ্যমন্ত্রী নিজে এই ঘোষণা করলেন?

আসলে মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছে আগে নিযুক্ত বহু শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরির বাতিলকে কেন্দ্র করে। সম্প্রতি মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে স্পষ্ট জানিয়েছেন, সরকার চায় না যে, কেউ চাকরি হারাক। তাই আমরা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছি। আমরা সংবিধান মেনেই চলছি। আদালতের নির্দেশ অমান্য করলে রাজ্যকে বিপাকে পড়তে হবে।

তিনি আরও জানান, যদি রিভিউতে রায় আমাদের অনুকূলে আসে, তাহলে হয়তো কাউকে চাকরি হারাতে হবে না। কিন্তু তার আগে আদালতের নির্দেশ মেনে চলতে হবে। তাই এই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group