যানজট অতীত, এবার বদলে যাবে কলকাতা! কয়েকশ কোটি বরাদ্দ করল রাজ্য সরকার

Published on:

Kolkata

সৌভিক মুখার্জী, কলকাতা: কলকাতার (Kolkata) রাস্তা মানেই ভিড়ভাট্টা আর যানজটে দাঁড়িয়ে কালঘাম ছোটানো। সকাল-সন্ধ্যা অফিস ফেরা মানুষজন হোক বা অ্যাম্বুলেন্সে অপেক্ষারত রোগী, সকলেই এই ভয়াবহ সমস্যার কবলে পড়েন। আর সেই সমস্যার স্থায়ী সমাধান করার জন্য বিরাট পদক্ষেপ নিল এবার রাজ্য সরকার।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সূত্রের খবর, যানজট মুক্ত কলকাতা গড়তে এবার আসছে আন্ডারগ্রাউন্ড মেগা পার্কিং প্লাজা। যার জন্য বরাদ্দ করা হয়েছে 450 কোটি টাকা। এও শোনা যাচ্ছে, স্থান নির্বাচনে নজর কেড়েছে এসপ্লানেড! যা শহরের কেন্দ্রস্থল এবং অন্যতম ব্যস্ততম অঞ্চল। জানা যাচ্ছে, এই প্রকল্প বাস্তবায়িত হলে শুধু রাস্তার ভিড় কমবে না, বরং শহরের পরিকাঠামো এক্কেবারে বদলে যাবে।

এসপ্লানেডকে কেন বাছা হলো?

এসপ্ল্যানেড মানেই কলকাতার হৃদপিন্ড। আর এখানে যুক্ত হতে চলেছে এবার তিনটি মেট্রো লাইন – ব্লু লাইন মেট্রো, গ্রীন লাইন মেট্রো এবং পিংক লাইন মেট্রো। সূত্রের খবর, আগামী দিনে এই অঞ্চলের প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করবে। আর যার ফলে যাত্রীদের চাপ এবং যানবাহনের সংখ্যাও হু হু করে বাড়বে। আর সেই চাপ নিয়ন্ত্রণ করতেই এই বড়সড় পদক্ষেপের পথে হেঁটেছে রাজ্য সরকার।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কেমন হবে এই পার্কিং প্লাজা?

এখনও পর্যন্ত বেশ কয়েকটি সূত্র খতিয়ে জানা গেল, নতুন পার্কিং প্লাজাটি হবে সম্পূর্ণ আন্ডারগ্রাউন্ড। যেখানে একসঙ্গে 900 টি গাড়ি রাখা যাবে। আর এটি তৈরি করা হবে এক্কেবারে এসপ্ল্যানেড বাস টার্মিনাসের নিচে। জানা যাচ্ছে, প্রবেশ ও নির্গমনের জন্য থাকবে তিনটি আলাদা আলাদা পথ।

প্রথমত, প্রেস ক্লাব কলকাতার সামনে একটি পথ থাকবে। দ্বিতীয়ত, কার্জন পার্ক সংলগ্ন এলাকায় একটি পথ থাকবে এবং সবশেষে এসপ্ল্যানেড বাস টার্মিনাসের পাশের একটি পথ করে দেওয়া হবে। আর এই পথগুলি এমনভাবেই ডিজাইন করা হবে, যাতে স্বাভাবিক যান চলাচলে কোনোরকম প্রভাব না পড়ে।

আরও পড়ুনঃ থাকবে চিপ, অ্যান্টেনা! ভারতে চালু হল e-Passport, পুরনোগুলো বাতিল?

এই প্রকল্পের পিছনে কার হাত রয়েছে?

সূত্র খতিয়ে জানা গেল, এই মেগা প্রকল্পের দায়িত্ব রয়েছে রেল ইন্ডিয়া টেকনিক্যাল এন্ড ইকোনমিক সার্ভিস। তারা ইতিমধ্যেই প্রাথমিক পরিকল্পনা সেরে ফেলেছে। এখন তৈরি হচ্ছে এই বিরাট প্রকল্পের প্রতিবেদন। আর একবার প্রশাসনিক অনুমোদন পেলেই চটপট শুরু হয়ে যাবে কাজ।

তবে শুধু এসপ্ল্যানেড নয়, বরং ভবিষ্যতে কলকাতার অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকাতেও এই ধরনের আধুনিক পার্কিং প্লাজা তৈরি করা হতে পারে বলে বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্র দাবি করছে। ধর্মতলা, গড়িয়া, যাদবপুর, বেলগাছিয়া, এই সমস্ত ভিড়ে ঠাসা অঞ্চলে তৈরি হতে পারে এই নতুন পার্কিং ব্যবস্থা। এখন দেখার কবে এই প্রকল্প বাস্তবায়িত হয় এবং সাধারণ মানুষ কতটা উপকার পায়।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group