৪৬ লোকাল ট্রেন বাতিল ৫৬ ঘণ্টা! শিয়ালদা ডিভিশনে বিরাট ভোগান্তি, বিজ্ঞপ্তি পূর্ব রেলের

Published on:

Local Trains

প্রীতি পোদ্দার, কলকাতা: ফের ট্রেনের ভোগান্তি যাত্রীদের! তবে ৫ অথবা ১০ ঘণ্টা নয়, এবার টানা ৫৬ ঘণ্টা একগুচ্ছ লোকাল ট্রেন (Local Trains) বাতিল করে দেওয়া হয়েছে। আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে যাত্রীদের পোহাতে হবে এই সমস্যা। আর সপ্তাহ শেষে এই ট্রেন বাতিলের সমস্যায় সবচেয়ে বেশি বিপাকে পড়তে চলেছেন রানাঘাট-কৃষ্ণনগর শাখায় নিত্যযাত্রীরা। আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।

রেলের বিজ্ঞপ্তি

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, রানাঘাট-কৃষ্ণনগর শাখার কালীনারায়ণপুর-শান্তিপুর ইয়ার্ড রিমডেলিং এবং নন ইন্টার লকিংয়ের কাজ চলবে। আর সেই কাজের জন্য একটানা ৫৬ ঘণ্টা ট্রেন চলাচল নিয়ন্ত্রণে থাকবে। অর্থাৎ শুক্রবার সকাল দশটা থেকে রবিবার সন্ধ্যা ছ’টা পর্যন্ত এই নিয়ন্ত্রণ চলবে। যার দরুন এই সময়ের মধ্যে ওই শাখার মোট ৪৬টি লোকাল ট্রেন বাতিল হতে চলেছে। এর পাশাপাশি কয়েকটি ট্রেনের সময় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।

কোন কোন ট্রেন বাতিল করা হচ্ছে?

বিজ্ঞপ্তি অনুযায়ী বাতিল হওয়া ট্রেনের মধ্যে শুক্রবার শিয়ালদহ-শান্তিপুর শাখায় আপ ৩১৫৩৭, আপ ৩১৫৩৯, আপ ৩১৫৪১, ডাউন ৩১৫৩৮, ডাউন ৩১৫৪০, ডাউন ৩১৫৪২ ট্রেন বাতিল থাকবে। এবং শনিবার, রানাঘাট-শান্তিপুর শাখায় আপ ৩১৭৮১, আপ ৩১৭৮৫, ডাউন ৩১৭৮২, ডাউন ৩১৭৮৮ বাতিল থাকবে। এছাড়াও শনিবার রানাঘাট-শান্তিপুর-কৃষ্ণনগর শাখায় আপ ৩১৫৮৫, আপ ৩১৫৮৬ বাতিল থাকবে।

আরও পড়ুন: ক্রমেই গুরুত্ব বাড়ছে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের! এয়ারপোর্ট মেট্রো চালুর আগেই এবার বড় সিদ্ধান্ত

রবিতেও একাধিক ট্রেন বাতিল!

একইভাবে শনিবার রানাঘাট-কৃষ্ণনগর শাখায় আপ ৩১৭২৫, আপ ৩১৭২৬ এবং শিয়ালদহ-কৃষ্ণনগর শাখায় আপ ৩১৮৪৩ ও ডাউন ৩১৮৪৪ ট্রেন চলবে না। পরেরদিন, রবিবার শিয়ালদহ-শান্তিপুর শাখায় আপ ৩১৫১১, আপ ৩১৫১৩, আপ ৩১৫১৫, আপ ৩১৫১৭, ডাউন ৩১৫১২, আপ ৩১৫১৪, আপ ৩১৫১৬, আপ ৩১৫১৮ ট্রেন বাতিল থাকবে। অন্যদিকে রবিবার রানাঘাট-শান্তিপুর শাখায় আপ ৩১৭৮১, আপ ৩১৭৮৫, ডাউন ৩১৭৮২, ডাউন ৩১৭৮৮ ট্রেন বাতিল থাকবে।

ট্রেনের সময় পরিবর্তন!

পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে শুক্রবার ৩১৫১২ ডাউন শান্তিপুর-শিয়ালদহ লোকাল রাত ৩ টে ২২ মিনিটের পরিবর্তে ভোর ৪ টে ৭ মিনিটে ছাড়বে। একইভাবে ৫৩১৭২ ডাউন লালগোলা-শিয়ালদা প্যাসেঞ্জার শুক্রবার রাত ১০ টা ১৫ মিনিটের পরিবর্তে শুক্রবার গভীর রাত অর্থাৎ পরের দিন শনিবার রাত ১২ টা ১৫ মিনিটে লালগোলা থেকে ছাড়বে বলে জানানো হয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥