আজ ব্লু লাইনে বাতিল ৫২টি মেট্রো, প্রথম ও শেষ ট্রেন সহ দেখুন সম্পূর্ণ সময়সূচী

Published on:

kolkata metro blue line

শ্বেতা মিত্র, কলকাতাঃ শুক্রবার কমিয়ে দেওয়া হয়েছে মেট্রোর (Kolkata Metro) সংখ্যা। বাতিল করে দেওয়া হয়েছে ৫২টি মেট্রো। যার ফলে স্বভাবতই অন্যান্য দিনের তুলনায় এদিন গাড়ির সংখ্যা থাকবে কম। যারা রোজ পাতাল রেলে যাতায়াত করেন, তাদের জন্য এই খবর গুরুত্বপূর্ণ প্রমাণিত হতে পারে। এমনি সময়ে স্টেশনে গিয়ে দাঁড়ানোর কিছু সময় পরেই মেট্রো চলে আসে। কিন্তু এদিন হয়তো আরও একটু অপেক্ষা করতে হবে। কেন এতগুলো গাড়ি একসঙ্গে বাতিল করে দেওয়া হল সে ব্যাপারে অবশ্য কিছু জানানো হয়নি।

বাতিল একগুচ্ছ মেট্রো

WhatsApp Community Join Now

অন্যান্য দিন মেট্রো ব্লু লাইন, মানে দমদম থেকে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর পর্যন্ত যে লাইন রয়েছে, সেখানে ২৮৮ টি মেট্রো চালানো হয়। শুক্রবার ৫২ টি মেট্রো কমিয়ে চালানো হবে ২৩৬ টি। হিসেব অনুযায়ী আপ লাইনে চলবে ১১৮ টি গাড়ি, ডাউন লাউনে দেওয়া হয়েছে ১১৮ টি গাড়ি। এবার প্রশ্ন উঠতে পারে, তাহলে কি রাতের শেষ মেট্রোর সময়েও বদল কিংবা বাতিল করা হয়েছে? বাড়ি ফেরার জন্য অনেকেই শেষ গাড়ির ওপর ভরসা করে থাকেন। শেষ গাড়ি বাতিল হয়ে গেলে যাত্রীদের একাংশ সমস্যার সম্মুখীন হতে পারেন।

৫২ টি মেট্রো বাতিল করা হলেও রাতের শেষ গাড়ির সময় একই রাখা হয়েছে, বাতিল করা হয়নি। সকালের প্রথম গাড়ির সময়ও একই রাখা হয়েছিল। এই দু’টো গাড়ির সময়ের ওপর মেট্রো বাতিল হওয়ার কোনও প্রভাব পড়েনি। ৫২ টি মেট্রো বাতিল করা হয়েছে শুধু নীল লাইনে। অন্যান্য যে রুটগুলো রয়েছে সেখানে কোনও রকমের হেরফের  করা হয়নি। অন্যান্য দিনের মতো এদিনও বাকি লাইনগুলোতে স্বাভাবিক পরিষেবা অব্যাহত থাকবে।

দেখুন সময়সূচি

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ: রাত ৯:২৮
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর: রাত ৯:৩০
দমদম থেকে কবি সুভাষ: রাত ৯:৪০
কবি সুভাষ থেকে দমদম: রাত ৯:৪০

এরই সঙ্গে বিশেষ রাতের পরিষেবা রাত্রি ১০:৪০-এ কবি সুভাষ এবং দমদম স্টেশন থেকে বরাবরের মতো পাওয়া যাবে।

সঙ্গে থাকুন ➥
X