টানা ৩৩ দিন হাওড়া, ব্যান্ডেল লাইনে বাতিল ৬০টি লোকাল ট্রেন! তালিকা দিল পূর্ব রেল

Published on:

howrah local train

শ্বেতা মিত্র, কলকাতাঃ ফের একবার সমস্যার মধ্যে পড়তে চলেছেন রেল যাত্রীরা। বিশেষ করে হাওড়া (Howrah) ডিভিশনের যাত্রীরা। একদিন বা দুইদিন নয়, এবার টানা ৩৩ দিন বন্ধ থাকবে লোকাল ট্রেন পরিষেবা। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এমনিতে বিগত কিছু সময় ধরে কিছু না কিছু কাজের জন্য হাওড়া ও শিয়ালদা ডিভিশনে প্রায়শই লোকাল ট্রেন থেকে শুরু করে এক্সপ্রেস ট্রেন ও নানা ট্রেন বাতিল করে দেওয়া হয় কিংবা গতিপথ পরিবর্তন করে দেওয়া হয় পূর্ব রেলের তরফে। তবে এবার পূর্ব রেলের তরফে যা জানানো হয়েছে তা শুনলে যে কারোর মাথায় বাজ ভেঙে পড়তে পারে। বাতিল করে দেওয়া হয়েছে কয়েক গুচ্ছ লোকাল ট্রেনম ফলে আপনিও যদি হাওড়া ডিভিশনের যাত্রী হয়ে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য।

হাওড়া ডিভিশনে বাতিল ৬০টি লোকাল ট্রেন

WhatsApp Community Join Now

পূর্ব রেল জানিয়েছে, হাওড়া শাখায় এবার এক ধাক্কা ৬০টি লোকাল ট্রেন বাতিল থাকবে। হাওড়া ও লিলুয়া স্টেশনের মাঝে তৈরি হবে দুই লেনের নতুন ওভারব্রিজ। সে কারণেই আগামী ২১ শনিবার ও ২০২৫ সালের ২২ জানুয়ারি বুধবার বেশ কিছু লাইনে পাওয়ার ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জেরে বাতিল করে দেওয়া হয়েছে বহু ট্রেন। এখন নিশ্চয়ই ভাবছেন যে কোন কোন ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। তাহলে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।

কোন কোন ট্রেন বাতিল থাকবে?

পূর্ব রেল জানিয়েছে, ব্যান্ডেল থেকে হাওড়াগামী যে ট্রেনগুলি বাতিল থাকবে সেগুলি হল ট্রেন নম্বর 37212, 37214, 37216, 37218, 37220, 37222, 37230, 37232, 37236, 37244, 37250, 37254, 37264, 37288। এছাড়াও বাতিল থাকছে 37042, 37044, 37046, 37048, 37050, 37052, 37056, 37058, 37060, 37062, 37064

বেলুড় মঠ থেকে হাওড়াগামী বাতিল থাকছে, 37112, 37118, হাওড়া থেকে ব্যান্ডেল জংশন চলাচলকারী বাতিল থাকবে 37215, 37231, 37237, 37243, 37249, 37253, 37255, 37257, 37263, 37267, 37201, 37271, 37275, 37278। 37012, 37014। 37041, 37043, 37045, 37047, 37049, 37051,37055, 37057, 37059, 37061, 37063, 37111, 37117, 37011, 37013।

সঙ্গে থাকুন ➥
X