মুরগি চুরি করতে গিয়ে কুলতুলিতে ৬০ বছরের বৃদ্ধাকে গণধর্ষণ!

Published:

Kultali
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: উৎসবের মাঝে ফের গণধর্ষণের মতো নারকীয় ঘটনা ঘটল রাজ্যে! দুষ্কৃতিদের তাণ্ডবে নিজের বাড়িতেই গণধর্ষণের শিকার হলেন ৬০ বছরের এক বৃদ্ধা! ঘটনাটি ঘটেছে অষ্টমীর রাতে, কুলতলীতে (Kultali)। স্থানীয়দের সাহায্যে পাকড়াও করা হয়েছে দুইজনকে। তাদেরকে বেঁধে গণপ্রহার করার পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়। চাঞ্চল্যকর পরিস্থিতি এলাকা জুড়ে।

ঘটনাটি কী?

স্থানীয় রিপোর্ট অনুযায়ী ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, অষ্টমীর রাতে অর্থাৎ গত মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার কুলতলি এলাকায় দুর্গা পুজোর আনন্দে যখন বাসিন্দারা বেশ মজা করছিল, সেই সময় চার দুষ্কৃতী মুরগি চুরির জন্য এক ৬০ বছরের বৃদ্ধার বাড়িতে ঢোকে। সেই সময় ওই বৃদ্ধা নাকি বাড়িতে একাই ছিলেন। অভিযোগ, বাড়িতে একা থাকা বৃদ্ধাকে ছুরি, বঁটি ও বন্দুক দেখিয়ে ভয় দেখায় দুষ্কৃতীরা। এরপর একে একে তিনজন বৃদ্ধাকে ধর্ষণ করে, অন্যজন বাইরে পাহারা দিচ্ছিল। বৃদ্ধার আর্তনাদ শুনে ছুটে আসেন তাঁর মেয়ে ও জামাই। স্থানীয় বাসিন্দারাও জড়ো হন।

কী বলছেন নির্যাতিতা?

এরপর নির্যাতিতা বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে স্থানীয়রা তিন অভিযুক্তের মধ্যে দু’জনকে ধরে ফেলেন। এরপর তাঁদের বেঁধে রেখে বেধড়ক মারধর করা হয়। স্থানীয়দের হাতে মারধর খাওয়ার পর পুলিশে খবর দেওয়া হয়। শেষে কুলতলি থানার পুলিশ এসে অভিযুক্তদের গ্রেফতার করে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। নির্যাতিতা জানিয়েছেন, স্বামীর চোখের অস্ত্রোপচারের কারণে তিনি সেদিন বাড়িতে ছিলেন না। নাতি-নাতনিদেরও কেউ ছিল না। সুযোগ বুঝে দুষ্কৃতীরা হামলা চালায়। আর আমার উপর নারকীয় অত্যাচার চালায়। জানা গিয়েছে, ধৃতদের আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে।

আরও পড়ুন: একাদশীতে স্থগিত ভারত বনধ! জানিয়ে দিল মুসলিম পার্সনাল ল বোর্ড

প্রসঙ্গত, কিছুদিন আগে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ধর্ষণের অভিযোগ উঠেছিল। সেখানে অস্থায়ী ‘ওয়ার্ড গার্ল’ হিসেবে কাজ করতেন একাধিক মহিলা৷ তাঁদের অভিযোগ, সংস্থার ফেসিলিটি ম্যানেজার হাসপাতালের ভিতরে ডেকে নাকি দিনের পর দিন ধর্ষণ করতেন ৷ বাইরে কাউকে জানালে চাকরি হারানোর ভয় দেওয়া হত তাঁদের ৷ এমনকী মুখ বন্ধ রাখার জন্য তাঁদের প্রাণনাশেরও হুমকি দেওয়া হত বলে অভিযোগ নির্যাতিতাদের। যদিও পড়ে কোলাঘাট থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পাঁশকুড়া থানার পুলিশ।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join