এয়ারপোর্টগামী ৩ রুটে টানা তিনদিন বন্ধ বাস! কবে থেকে?

Published on:

Bus Service

প্রীতি পোদ্দার, কলকাতা: যাতায়াতের ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা যায় কম বেশি সকলেই বাসের উপর নির্ভরশীল। কারণ কম সময়ে অতিরিক্ত দূরত্ব অতিক্রম করার ক্ষেত্রে বাস প্রথম পছন্দ। কিন্তু এই আবহে এবার বড় বিপদ নেমে আসল অফিসযাত্রীদের ঘাড়ে। জানা গিয়েছে একটানা তিন দিন বন্ধ থাকবে একটি রুটের সকল বাস (Bus Service)। তার ফলে চরম ভোগান্তির শিকার যাতায়াতকারীরা।

ঘটনাটি কী?

বিমানবন্দর থেকে সরাসরি বাগুইআটি, কেষ্টপুর, চিনারপার্ক এবং কাঁকুরগাছি হয়ে কলেজ স্ট্রিট পর্যন্ত যেতে ৪৬, ৪৬ এ এবং ৪৬ বি রুট বেশ জনপ্রিয়। কমপক্ষে কয়েক হাজার নিত্যযাত্রী এই বাসরুট ধরে যাতায়াত করেন। এমনকি বাসরুটগুলিতে মোট ২৫০-৩০০ জন কর্মী রয়েছেন। কিন্তু এই আবহে এবার বড় বিপদ নেমে আসল। জানা গিয়েছে পর পর টানা তিন দিন ৪৬, ৪৬এ এবং ৪৬বি রুটের মোট ৬৩ টি বাস বন্ধ করা হয়েছে। গত বুধবার থেকে শুরু হয়েছে এই বাস বন্ধের সমস্যা। জানা গিয়েছে হীরালাল খেওড় নামে এক শ্রমিক নেতার সঙ্গে বিবাদের জেরে নাকি তিনদিন ধরে বন্ধ বাস পরিষেবা।

কেন এই প্রতিবাদ বাস মালিকদের?

এই প্রসঙ্গে বাসমালিকদের অভিযোগ, হীরালাল খেওড় নামে এক শ্রমিক নেতা বাস কর্মীদের পুজো বোনাসের টাকা তছরুপ করেন। রীতিমতো হুমকি দিয়েও তিনি টাকা আদায় করেন বলেও অভিযোগ। আতঙ্কে তাই কোনও বাসকর্মী কাজে যোগ দিতে চাইছেন না। আর আগেও তৃণমূল পরিচালিত ইউনিয়নের নেতা হীরালাল কেওরের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ উঠে এসেছিল। আর তাই এর প্রতিবাদেই একটানা তিন দিন বন্ধ রাখা হয়েছে ৪৬ নম্বর রুটের সকল বাস। এদিকে বাস বন্ধ থাকার কারণে ফাঁপরে পড়েছেন তাঁরা।

আর পড়ুনঃ তরুণের স্বপ্নে ট্যাবের টাকা পেয়েও উচ্চমাধ্যমিক দিচ্ছে না রেকর্ড পরীক্ষার্থী! ভয় ধরাবে সংখ্যা

অন্যদিকে সমস্যা সমাধানের জন্য বাস মালিকদের সংগঠনের তরফে একাধিকবার রাজ্যের পরিবহণ দপ্তরের প্রিন্সিপাল সচিবকেও অভিযোগ জানানো হয়। কিন্তু কোনো সমস্যাই সমাধান হয়নি। তাই অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি বেঙ্গল বাস সিন্ডিকেটের সহ সভাপতির দাবি, “দীর্ঘদিন ধরে ওই শ্রমিক নেতার বিরুদ্ধে লড়াই করে আসছি আমরা। তাই এবার বাধ্য হতে ৬৩টি বাস পরিষেবা বন্ধ করা হয়েছে।” এদিকে যাত্রীদের সমস্যা যখন চরমে তখন এই জটিল সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। আজই এই বিষয়টিতে হস্তক্ষেপ করে সমস্যা সমাধানের চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥