প্রীতি পোদ্দার, কলকাতা: মহার্ঘ ভাতা (Dearness Allowance) বা DA বৃদ্ধির দাবিতে বেশ কয়েক দিন ধরেই আন্দোলন করে চলেছেন সরকারি কর্মচারীদের সংগঠন যৌথ সংগ্রামী মঞ্চ। চলতি বছর লোকসভা নির্বাচনের অনেক আগেই কেন্দ্রীয় সরকার কর্মীদের প্রথমে ৪ শতাংশ DA বৃদ্ধি করেছিল। যার ফলে DA বা মহার্ঘ ভাতা দাঁড়িয়েছিল ৫০ শতাংশে। তার উপর বেশ কিছুদিন আগে চলতি অক্টোবরেই কেন্দ্র সেই DA এর পরিমাণ দীপাবলীর আগে একধাক্কায় বাড়িয়ে দেয়। ৩ শতাংশ বৃদ্ধি করে বর্তমানে DA এর পরিমাণ হয়েছে ৫৩ শতাংশ। এদিকে রাজ্যের অবস্থা বেহাল।
কেন্দ্রের দেখানো পথেই হাঁটতে চলেছে রাজ্য!
চলতি বছর লোকসভা ভোটে নিজেদের ক্ষমতা আরও শক্তিশালী করতে এবং ভোট আদায়ের জন্য রাজ্যের সকল কর্মীদের DA ৪ শতাংশ বাড়ানো হয়েছিল। অর্থাৎ আগে যেখানে ১০ শতাংশ হারে DA বা মহার্ঘ ভাতা দেওয়া হত, বর্তমানে সেই DA এর পরিমাণ দাঁড়িয়েছে ১৪ শতাংশ। কিন্তু তবুও কেন্দ্রের সঙ্গে রাজ্যের DA এর ব্যাপারে বিস্তর ফারাক রয়েছে। যার ফলে বেশ ক্ষিপ্ত সরকারি কর্মচারীরা। আর এদিকে সামনেই পশ্চিমবঙ্গের ৬ টি কেন্দ্রে উপনির্বাচন। তাই এবার সেই ক্ষমতা বজায় রাখতেই রাজ্য সরকারও কেন্দ্রের পথে হাঁটতে চলেছে।
খুব শীঘ্রই DA বৃদ্ধি হতে চলেছে বাংলার কর্মীদের!
রাজ্যের এই আচরণে ক্ষিপ্ত হয়ে DA বৃদ্ধির দাবিতে উপনির্বাচনের আগে ফের কোঅর্ডিনেশন কমিটি এবং সংগ্রামী যৌথ মঞ্চ তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। তাই এই রাগ এবং সরকারি কর্মীদের ক্ষোভ কিছুটা প্রশমন করতে DA বাড়ানোর সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। সূত্রের খবর, ইতিমধ্যেই নাকি DA বৃদ্ধি করতে, রাজ্য অর্থ দফতরে জোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। অনেকের ধারণা কেন্দ্রীয় সরকারের মতই রাজ্য সরকার কালীপুজো এবং ছটপুজোর ‘উপহার’ হিসেবে ডিএ বৃদ্ধির ঘোষণা করতে চলেছে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিজেদের অবস্থানে অনড় থেকে কেন্দ্রীয় হারে DA না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
কিন্তু আশঙ্কা করা হচ্ছে এই DA বৃদ্ধির পরিমাণ কার্যকর হতে পারে আগত উপনির্বাচনের ফলাফল প্রকাশের পর। অর্থাৎ নভেম্বরের শেষের দিকে এই DA বৃদ্ধির ঘোষণা করা হতে পারে রাজ্য সরকারের তরফ থেকে। এবার দেখার পালা কেন্দ্রীয় কর্মীদের সঙ্গে রাজ্যের কর্মচারীদের ডিএ-র ফারাক কতটা কমতে চলেছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |