প্রীতি পোদ্দার, কলকাতা: কলকাতার অন্যান্য ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে অন্যতম হল এই ভিক্টোরিয়া মেমোরিয়াল (Victoria Memorial)। ভিন্ন রাজ্য এবং ভিন্ন দেশ থেকে বহু পর্যটক ছুটে আসে এই ঐতিহাসিক স্থানে সময় কাটানোর জন্য। কিন্তু সাতসকালে আজ এই ভিক্টোরিয়া হলেই ঘটে গেল ভয়ংকর বিপদ! জঙ্গি হামলা নাকি বোমাতঙ্ক কিছু বুঝে ওঠার আগেই খালি করে দেওয়া হল ভিক্টোরিয়া মেমোরিয়াল গ্রাউন্ড। বন্ধ করা হল টিকিট কাউন্টারের ঝাঁপ। কিন্তু কেন?
ঘটনাটি কী?
আজ সকালে হঠাৎ করেই ভিক্টোরিয়ার মাঠের সাউথ গেট দিয়ে ঢুকল সেনা। বাইরে পজিশন নেয় CISF। যা দেখে সত্যিই মনে হচ্ছিল কোনো বড় অপারেশন হতে চলেছে। ভিতর থেকে বাইরের কন্ট্রোল ওয়াকিতে খবর এসেছে যে এক VIP প্রাতঃভ্রমণকারীকে ঘিরে ফেলেছে ৮ জঙ্গি। আর সেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য সঙ্গে সঙ্গে শুরু হল অপারেশন। সকাল সাড়ে ৯ টা থেকে ১০ টা পর্যন্ত চলে আধ ঘণ্টার রুদ্ধশ্বাস অপারেশন। তারপর নিউট্রালাইজ করা হল সব জঙ্গিকে। নানা কৌশলে ২ জঙ্গিকে বহু প্রচেষ্টার পর ধরেছিল দুই সেনা জওয়ান। আসলে এটি সত্যি সত্যিই ঘটেনি। প্রশিক্ষণের জন্যই নেওয়া হয়েছিল এই ব্যবস্থা।
কেন এই ব্যবস্থা?
আসলে জানা গিয়েছে আজ সাত সকালে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল চত্বরে জঙ্গি হামলা হলে কী করে তা প্রতিহত করা হবে তা নিয়ে এক যৌথ মহড়ার ব্যবস্থা করা হয়েছিল। আর সেই মহড়ায় অংশগ্রহণ করে সেনাবাহিনী, NSG, CISF এর জওয়ানরা। ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে জঙ্গিরা কাউকে পণবন্দি করলে কী করে তাকে মুক্ত করা হবে সেই ব্যাপারেও মহড়া দিয়ে দেখান জওয়ানরা।
কী বলছেন নৌবাহিনীর চিফ স্টাফ অফিসার?
সফলভাবে অপারেশন শেষ করার পর নৌবাহিনীর চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন প্রদীপ অগ্নিহোত্রী বলেন, ‘একাধিক বাহিনীর মধ্যে বোঝাপড়া ও যোগাযোগ কতটা সাবলীল তা বোঝার জন্য আজকের মহড়ার আয়োজন করা হয়েছিল। মহড়া সফল হয়েছে। সেনাবাহিনী, নৌবাহিনী, NSG ও CISF একসঙ্গে অপারেশন চালিয়ে জঙ্গিদের নিরস্ত করতে পেরেছে।’
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |