ডেউচায় আস্ত জঙ্গল প্রতিস্থাপন করল প্রশাসন! গোটা বাংলায় নজির গড়ল বীরভূম

Published:

Updated:

Birbhum Deocha Pachami
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত কয়েকদিন ধরেই বীরভূমের মহম্মদবাজার ব্লকের ডেউচা পাঁচামিতে (Birbhum Deocha Pachami) কয়লাখনি বানানোর কাজ চলছে। আর সেই কাজেই প্রশাসনিক উদ্যোগে সরানো হয়েছিল আস্ত একটি জঙ্গল। যে জঙ্গলে সবমিলিয়ে ছিল ৯৮০টি পূর্ণবয়স্ক নানা ধরনের গাছ। দেড় কোটি টাকারও বেশি অর্থ খরচ করে জঙ্গলের ‘পুনর্বাসন’ করেছিল বীরভূম জেলা প্রশাসন। তবে জঙ্গল সাফ নয়, এবার সেই আস্ত জঙ্গলই প্রতিস্থাপন করা হল অন্যত্র।

গাছ না কেটে অন্যত্র প্রতিস্থাপন প্রশাসনের

ডেউচা পাঁচামিতে রয়েছে অনেকগুলি মৌজা। সেরকমই একটি মৌজার নাম চাঁদা আর সেখানেই ছিল বিরাট বড় এই জঙ্গলটি। আর এই জঙ্গলের সঙ্গেই জুড়ে রয়েছে স্থানীয়দের আবেগ। কিন্তু শিল্পের অগ্রগতির কারণে কোপ পড়ল এই জঙ্গলে। তবে বাকিদের মত শিল্পের জন্য সবুজ ধ্বংস করেনি রাজ্য সরকার। পরিবেশের কথা মাথায় রেখে শিল্প স্থাপনে গাছ না কেটে অন্যত্র প্রতিস্থাপন করে দারুণ নজির সৃষ্টি করল প্রশাসন। যেটা কিনা দেশের ইতিহাসে প্রথম বলেই মনে করছেন অনেকে। বীরভূমের মহম্মদবাজার ব্লকের চাঁদা মৌজার খনন এলাকা থেকে পূর্ণবয়স্ক ৯৮৪টি গাছকে সরিয়ে নিয়ে যাওয়া হল এক কিলোমিটার দূরে।

৯৮৪টি গাছ ট্রান্সলোকেটে মিলল সফলতা

জানা গিয়েছে, গত মাসে প্রথম পর্যায়ে ১৮০টি গাছ প্রতিস্থাপন করা হয়েছিল। তার কয়েকদিন পরেই সেই গাছগুলি ইতিমধ্যেই নতুন পাতা গজিয়ে সবুজ হয়ে উঠেছে। বাকি গাছগুলিও লাগানো হয়ে গিয়েছে ধাপে ধাপে। আসলে আদিবাসী মানুষের কাছে জঙ্গল এবং গাছের গুরুত্ব অনেক। তাই স্থানীয়দেরই কথা ভেবেই জেলা প্রশাসনের তরফে ডাকা হল ‘গ্লোবাল টেন্ডার’। সেখানেই দু’জন বিশেষজ্ঞকেও নিয়োগ করা হয়েছে জঙ্গল প্রতিস্থাপনের পরিকল্পনা করতে। গত ১৪ ফেব্রুয়ারি এই কাজ শুরু হয়েছিল যা শেষ হয়েছে গত ৮ মে। আর এই সময়ের মধ্যে ৯৮৪টি গাছ ট্রান্সলোকেট করা হয়েছে।

আরও পড়ুন: ফের চোখ রাঙাচ্ছে করোনা! থাবা বসালো কলকাতায়, বাংলায় মোট কজন আক্রান্ত?

এই প্রসঙ্গে জেলাশাসক বিধান রায় বলেন, “এটা একটা বিশাল চ্যালেঞ্জ ছিল। আধুনিক শিল্পের জন্য এলাকার মানুষ, পরিবেশ, সংস্কৃতি কিছুই নষ্ট হতে না দিয়ে এই কাজ একটা দৃষ্টান্ত। ডেউচা-পাঁচামির জন্য ভূমি দপ্তরের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলাশাসক বাবুলাল মাহাতোর নজরদারিতে সফল হয়েছে পরিকল্পনা।” জানা গিয়েছে আইআইটি খড়গপুরের তত্ত্বাবধানে গাছ প্রতিস্থাপনের কাজ হয়েছে। টেকনিক্যাল এক্সপার্ট হিসাবে তিনটে টিম কাজ করেছে। নানা বিজ্ঞানসম্মত উপায়ে এই গাছ প্রতিস্থাপনের কাজ সম্পন্ন হয়েছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join