প্রীতি পোদ্দার, কলকাতা: বাবা চা চাষি। কিন্তু দেশ সেবায় নিজেকে নিযুক্ত করার স্বপ্ন দেখলেও পরিবারের আর্থিক হাল ধরতে বাধ্য হয়ে স্বপ্ন জলাঞ্জলি দিয়েছিল বাবলু রায়। ভেবেছিলেন নিজের স্বপ্ন তাঁর সন্তানদের মাধ্যমে পূরণ করবেন। কিন্তু বড় ছেলেকেও পরিবারের হল ধরতে চাষের কাজ নিতে বাধ্য হয়েছিলেন। বড় দাদারও ইচ্ছা ছিল ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করার। কিন্তু হল না, তবে স্বপ্ন দেখা বন্ধ করেনি।
১৮ তেই যোগদান সেনা বাহিনীতে
অবশেষে ভারত পাক যুদ্ধের (India Pakistan Conflict) আবহে পরিবারের ছোট সন্তান যোগ দিল ভারতীয় সেনায়। ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি সংলগ্ন পূর্ব সাত ভেণ্ডি এলাকার বাসিন্দা হল মনোরঞ্জন রায়। ১৮ বছরের এই তরুণের ছোট থেকেই স্বপ্ন ছিল ভারতীয় সেনায় যোগদান করার। আর সেই স্বপ্ন পূরণ হতে চলেছে এবার। তাঁর কঠোর পরিশ্রমের পর অবশেষে সফলতা এসেছে। জানা গিয়েছে ভারত-পাক যুদ্ধের আবহে দেশের সেবায় ভারতীয় সেনার অগ্নিবীরে যোগদান করতে চলেছেন। প্রত্যন্ত গ্রাম থেকে কঠোর পরিশ্রমের মাধ্যমে অগ্নিবীরে যোগ দেওয়ার সুযোগ পেয়েছে শুনে গ্রামের বাসিন্দারাও বেশ খুশি। সকলেই শুভেচ্ছা জানাচ্ছেন মনোরঞ্জনকে।
পূরণ হয়নি বাবা দাদার স্বপ্ন
জানা গিয়েছে এইমুহুর্তে বেঙ্গালুরুতে গিয়ে যোগদান করবেন মনোরঞ্জন। তার এই সাফল্যে খুশি তাঁর পরিবার। বর্তমান পরিস্থিতিতে দেশ সেবার জন্য ছেলেকে সেনার অগ্নিবীরে পাঠাতে পেরে গর্বিত সকলে। মনোরঞ্জনের বাবা পেশায় একজন কৃষক। ক্ষুদ্র চা চাষি। এবং তাঁর দাদাও বাবর সঙ্গে চাষের কাজ করে। অগ্নিবীর মনোরঞ্জনের বাবা ও দাদা উভয়েই একসময় চেয়েছিলেন সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশ রক্ষার কাজে নিজেদেরকে লাগাতে। কিন্তু পারিবারিক কারণে তা আর হয়ে ওঠেনি। তবে নিজের করতে না পারলেও মনোরঞ্জন দুজনের স্বপ্ন পূরণ করেছে।
আরও পড়ুনঃ রেশন নিয়ে বিরাট পদক্ষেপ সরকারের, মাথায় বাজ কর্মীদের
গর্বিত গোটা পরিবার
এই প্রসঙ্গে মনোরঞ্জন জানিয়েছেন যে, “আমার বাবা-দাদার স্বপ্ন ছিল আমকে এই জায়গায় দেখার। অবশেষে আমি সেই জায়গায় নিজেকে নিয়ে যেতে পেরেছি। বাড়িতে পড়েছিলাম এবং কঠোর পরিশ্রম করেছিলাম। দেশের জন্য কিছু করব ভেবে জেস চেপে বসেছিল মাথায়। অবশেষে সেই স্বপ্ন পূরণ হল আমার। মনোরঞ্জনের বাবা বাবলু রায় বলেন, “আজ বড় গর্ব হচ্ছে। দেশের জন্য ও কিছু করুক, এটাই ভগবানের কাছে প্রার্থনা। ” মনোরঞ্জনের দাদার চোখেও যেন জল চলে এসেছে। ছোট ভাইয়ের এই সাফল্য এবং দেশের জন্য লড়াই করার এই জেদ দেখে কোথাও যেন তিনি নিজেকে খুঁজে পেয়েছেন।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।