ভয়ংকর দৃশ্য রাজাবাজারে! ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে ভেসে উঠল যুবকের পচাগলা দেহ

Published:

Body Found In Rajabazar
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: ভয়ংকর কাণ্ড রাজাবাজারে! সকাল সকাল ম্যানহোলে মিলল যুবকের মৃতদেহ (Body Found In Rajabazar)। হুলুস্থুল কাণ্ড গোটা এলাকায়। পুলিশ সূত্রে খবর, শুক্রবার ম্যানহোল পরিষ্কার করতে নেমেছিলেন পুরকর্মীরা। সেই সময়ে ম্যানহোলের ভিতরে ওই দেহটি খুঁজে পান তাঁরা। যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেছে। শুরু হয়েছে তদন্ত।

ঘটনাটি কী?

স্থানীয় রিপোর্ট অনুযায়ী, আজ অর্থাৎ শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ কেশব চন্দ্র স্ট্রিটে নিয়মিত সাফাইয়ের কাজে ম্যানহোলে নেমেছিলেন পুরসভার সাফাইকর্মীরা। অনেকদিন ধরেই অভিযোগ আসছিল ঠিকভাবে জমা জল পাস হচ্ছে না তাই এসেছিলেন তারা। শুরুতেই তিনটে ম্যানহোল পরিষ্কারের কাজ নির্বিঘ্নেই মিটে যায়। কিন্তু চার নম্বর ম্যানহোল খুলতেই হইচই শুরু হয়ে যায়। আচমকা ম্যানহোলের ভিতরে ওই দেহটি খুঁজে পান তাঁরা। সঙ্গে সঙ্গে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। এবং খবর দেওয়া হয় পুলিশে। এদিকে হাসপাতালে ওই যুবককে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

মেলেনি যুবকের আসল পরিচয়

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহে পচন ধরতে শুরু করেছে। কী ভাবে সেই দেহ সেখানে এল, তা তদন্ত করে দেখা হচ্ছে। আপাতত ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহটি। তদন্তের খাতিরে ইতিমধ্যেই স্থানীয়দের সঙ্গে কথা বলছে পুলিশ। তবে যুবকের এখনও কোনো পরিচয় মেলেনি। তবে পুলিশের প্রাথমিক অনুমান, মৃতের বয়স ৩০ বছরের আশপাশে। এখন তদন্তের রিপোর্ট হাতে আসলে তবেই জানা যাবে যুবকের মৃত্যু রহস্য সম্পর্কে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে এলাকা জুড়ে।

আরও পড়ুন: বদলাল রাজ্যের CEO দফতরের ওয়েবসাইট! এবার এভাবে দেখা যাবে ২০০২ এর ভোটার লিস্ট

উল্লেখ্য, গত রবিবার সকালে বসিরহাটের মাটিয়ার খোলাপোতায় এইরকমই এক চাঞ্চল্যকর ঘটনার ঘটেছিল। সেখানে খালের জলে এক যুবকের পচাগলা দেহ ভেসে যেতে দেখেছিল স্থানীয়রা। আর তা থেকেই ছড়াচ্ছিল দুর্গন্ধ। সঙ্গে সঙ্গে মাটিয়া থানায় খবর দেওয়া হলে গোবিন্দপুরের খাল থেকে বছর পঁত্রিশের ওই যুবকের পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ। তবে এটি খুন না অন‍্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু পুলিশের, প্রাথমিক অনুমান, ওই যুবককে অন‍্য কোথাও খুন করে দেহ খালের জলে ফেলে দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join