বাস চালাতে চালাতেই অসুস্থ, মৃত্যু! শিলিগুড়ি-আসানসোল বাস চালকের নিষ্ঠুর পরিণতি

Published on:

bikash das bus driver

সহেলি মিত্র, কলকাতাঃ ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস! বাস চালাতে চালাতে নির্মমভাবে মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক ব্যক্তি। হ্যাঁ ঠিকই শুনেছেন। মৃতের নাম বিকাশ দাস। ঘটনার সময়ে বহু মানুষের জীবনের দায়িত্ব তাঁর হাতে ছিল। তারপরেও নিজের কর্তব্যে অবিচল ছিলেন। আসানসোল থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে বাস নিয়ে যাওয়ার সময়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

বাস চালাতে চালাতে মৃত্যু বাস চালকের

জানা গিয়েছে, আর পাঁচটা দিনের মধ্যে আসানসোল থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে বাস ছোটাচ্ছিলেন দক্ষিণ ২৪ পরগণার ঠাকুরপুকুর মহেশতলা এলাকার বাসিন্দা বিকাশ দাস। এরপর বাস চালাতে চালাতে আচমকাই তিনি অসুস্থবোধ করতে শুরু করেন। তারপরেও যাত্রীদের নিয়ে বাস ছোটাচ্ছিলেন তিনি। তবে শেষরক্ষা হয় না।

প্রত্যক্ষদর্শীদের মতে, শিলিগুড়ির কাওয়াখালীতে এসে বেশি অসুস্থ বোধ করেন বিকাশবাবু। এরপর তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। জানা যায়, হৃদরোগে আক্রান্ত তিনি। তবে শেষ রক্ষা হয় না। মৃত্যুর কোলে ঢলে পড়েন বিকাশ দাস। তাঁর এহেন মর্মান্তিক পরিণতিতে সহ কর্মীদের মধ্যে স্বাভাবিকভাবেই শোকের ছায়া বিরাজ করছে। এই ঘটনা যেন আরও একবার চোখে আঙুল দিয়ে বোঝাল, মানুষের কখন যে কী হয় কেউ বলতে পারে না।

সঙ্গে থাকুন ➥