বাড়িতে ঢুকে গলায় চাকু ঠেকিয়ে মহিলা ধর্ষণ সিভিক ভলান্টিয়ারের! বীরভূমে হাড়হিম করা ঘটনা

Published:

birbhum rape
Follow

প্রীতি পোদ্দার, রামপুরহাট: ফের কাঠগড়ায় উঠল সিভিক ভলান্টিয়ার! গভীর রাতে বাড়িতে ঢুকে গলায় চাকু ঠেকিয়ে মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূম (Birbhum) জেলার পাইকর এলাকায়। তীব্র চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। এই ঘটনায় আর কেউ যুক্ত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

ঠিক কী ঘটেছে?

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, দিন কয়েক আগে নির্যাতিতা ওই মহিলার একটি মোবাইল চুরি হয়। আর সেই ঘটনার সঙ্গে পাইকর থানায় সিভিক ভলান্টিয়ার সাবির হোসেন যুক্ত বলে অভিযোগ তোলেন। আর তাতেই বড় বিপদ ঘটে যায়। গত মঙ্গলবার, রাতে অভিযোগ প্রত্যাহারের জন্য নির্যাতিতার বাড়িতে যান অভিযুক্ত সাবির হোসেন। সেখানে গিয়ে চাপ দেয় নির্যাতিতাকে, সে রাজি না হওয়ার গলা ছুরি ঠেকিয়ে প্রাণে মেরে ফেলা হুমকি দেয় সেই সিভিক। এমনকি ওই রাতে নির্যাতিতাকে ধর্ষণও করে সে। শেষে নির্যাতিতার চিৎকার শুনে ছুটে আসেন আশেপাশের লোকজন। আর তখনই অভিযুক্তকে হাতেনাতে পাকড়াও করেন তাঁরা। এরপর গাছে বেঁধে খবর দেওয়া হয় পাইকর থানায় এবং অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: দু’য়ের বেশি বলি নয়! বোল্লা কালী মন্দির নিয়ে বড় নির্দেশ হাই কোর্টের

রামপুরহাট আদালতে তোলা হয় অভিযুক্তকে

স্থানীয়রা অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সাবির হোসেনকে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়ার পর গতকাল অর্থাৎ বুধবার রামপুরহাট মহকুমা আদালতে নিয়ে যায় অভিযুক্তকে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়। ঘটনার প্রতিবাদে স্থানীয় মানুষজনও বিক্ষোভও দেখান। পুলিশ জানিয়েছে, সাবির আগে সিভিক ভলান্টিয়ার পদে নিযুক্ত ছিল। কিন্তু সেই সময় একটি অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। নানা বেনিয়মের জেরে শেষ পর্যন্ত তাঁর চাকরি চলে যায়। এখন আর সে সিভিক ভলান্টিয়ার পদে যুক্ত নেই। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন নির্যাতিতার পরিবারের সদস্যরা।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join