প্রীতি পোদ্দার, কলকাতা: নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার কারণে অঝোর ধারায় হয়েই চলেছে বৃষ্টি। যার জেরে ডুবেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। কিন্তু সেই বৃষ্টিকে তোয়াক্কা না করেই বাদুড়িয়া থেকে রাস্তার ধার দিয়ে দণ্ডি কেটে চলেছেন এক যুবক। যার গন্তব্য কেদারনাথ। জানা গিয়েছে মানত পূরণের কারণেই নাকি প্রায় ১৬০০ কিলোমিটারের দীর্ঘ যাত্রাপথ অতিক্রম করতে চলেছেন বাদুড়িয়ার শিবভক্ত শম্ভু। ঈশ্বরের প্রতি ভক্তের এই গভীর প্রেম এবং শ্রদ্ধা দেখে অবাক সকলে।
ঘটনাটি কী?
বাদুড়িয়ার বাসিন্দা শম্ভু কাহার ছোট থেকেই দেবাদিদেব মহাদেবকে মন থেকে ভক্তি ভরে পুজো করে আসছেন। শম্ভু বিবাহিত, কিন্তু বিয়ের বহু বছর পার হলেও দীর্ঘদিন নি:সন্তান। যদিও বেশ কয়েকবার সন্তান তাঁর স্ত্রীর কোলে এসেছিল। কিন্তু প্রতিবার গর্ভেই সন্তান নষ্ট হয়ে যাচ্ছিল। সেই কারণেই তাই ধর্মীয় বিশ্বাস থেকে শম্ভু মানত করেছিলেন যে, যদি সুস্থ ভাবে সন্তান তাঁদের পরিবারে আসে, তাহলে তিনি দণ্ডি কেটে কেদারনাথ যাবেন। আর সেই ইচ্ছাই এবার বাস্তবের রূপ নিল। অবশেষে কয়েক বছর আগে সুস্থ পুত্র সন্তানের জন্ম হয়।
এগিয়ে এসেছেন স্থানীয়রা
বর্তমানে পুত্রের বয়স হয়েছে ৩ বছর। তাই এবার শম্ভু চললেন মানত রাখতে। ফেসবুকে নিজেই নিজের অভিযান সম্পর্কে বর্ণনা দিয়েছেন তিনি। দণ্ডি কেটে রোদ, বৃষ্টি, কাদা উপেক্ষা করে প্রতিদিন কয়েক কিলোমিটার করে পথ অতিক্রম করছেন শম্ভু। সারা গা-হাত-পায়ে ভরে গিয়েছে কাদা, কোনও দিকে না তাকিয়ে নিষ্ঠার সঙ্গেই দণ্ডি কেটে একটু একটু করে এগিয়ে যাচ্ছেন শম্ভু।
এ ভাবে এক যুবক দণ্ডি কেটে উত্তর ২৪ পরগণা থেকে কেদারনাথ যাচ্ছেন শুনে তাঁকে দেখার জন্যই বৃষ্টি মাথায় করে দাঁড়িয়েছেন আশেপাশের স্থানীয়রা। কেউ দিচ্ছেন দক্ষিণা, কেউ খাওয়ার জন্য ফল, আবার কেউ তাঁর পায়ে প্রণামও করছেন।
আরও পড়ুন: মুসলিমকে বিয়ে করার জন্যই ইসলাম গ্রহণ! কবীর সুমনকে তুলোধোনা তসলিমার
নিরামিষ আহার শম্ভুর
তবে রাতের দিকে শম্ভু সারাদিনের পরিশ্রমের পর একটু বিশ্রাম নেন। সেক্ষেত্রে তাঁর বিশ্রামের জন্য স্থানীয় কোন ক্লাব অথবা কোন মন্দিরকে বেছে নিচ্ছেন তিনি। পাশাপাশি খাদ্যাভ্যাসেও চলছে কঠোর নিয়ম। শুধুমাত্র নিরামিষ ও ফল গ্রহণ করছেন শম্ভু কাহার। তাঁর এই সুদীর্ঘ পথ যাতে তিনি নিষ্ঠাভরে অতিক্রম করতে পারে তার জন্য সকলেই প্রার্থনা করছেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |